অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে ‘মুজিব ভাই’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ দেশের অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শুক্রবার (২৩ জুন) সীমান্ত সম্ভারে চলচ্চিত্রটির প্রিমিয়ার আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সবার কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাদের বঙ্গবন্ধুর সম্পর্কে জানার জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। নির্মাতারা বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপণভাবে তুলে ধরেছেন। বাবা-মায়ের আদরের খোকা কিভাবে বাংলার মানুষের কাছে ‘মুজিব ভাই’ হয়ে উঠলেন, তা জানা যাবে এ অ্যানিমেশনটির মাধ্যমে। বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম এবং তার বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ চলচ্চিত্রটিতে।
জুনায়েদ আহমেদ পলক বলেন, অ্যানিমেশন চলচ্চিত্র এবং অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করাসহ সর্বোপরি দেশের অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে ‘মুজিব ভাই’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রিমিয়ার শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রমুখ।
‘মুজিব ভাই’ চলচ্চিত্রটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটির অ্যানিমেশন ডেভেলপ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড আর সহযোগী প্রতিষ্ঠান হাইপার ট্যাগ লিমিটেড।
ওএফএ/এফকে