যাত্রা শুরু করল ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব
তথ্যপ্রযুক্তিতে সৃজনশীল ও স্মার্ট জনশক্তি তৈরির প্রত্যয়ে যাত্রা শুরু করল ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিমিটেড।
সম্প্রতি ৪৪ জন ফাউন্ডার সদস্য নিয়ে ঢাকা বোট ক্লাবে ‘ফাউন্ডার’স নাইট’ নামের এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাবের আনু্ষ্ঠানিক যাত্রা করে। এতে সভাপতি হিসেবে রয়েছেন বিপ্লব চন্দ্র বিশ্বাস।
স্বাগত বক্তব্যে বিপ্লব চন্দ্র বিশ্বাস বলেন, এই ক্লাব অন্যান্য ক্লাবের মত এন্টারটেইনম্যান্ট ক্লাব হলেও এখানে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়িক উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতার একটি মঞ্চ হিসেবে গড়ে তোলা হবে।
ক্লাবের সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইস্তিয়াক সারোয়ার, সাধারণ সম্পাদক জাকের জাহান শুভ্র, সহ-সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক খান রিকু, অর্থ সম্পাদক সাকিব সরকার। এছাড়া পরিচালক হিসেবে আছেন মজিবুর রহমান শ্যামল, নাফিস আহসান চৌধুরী, আশিকুল ইসলাম তমাল ও আব্দুল মালেক আরিফ।