উইকিপিডিয়া সম্পর্কে ১৩ অজানা তথ্য
উইকিপিডিয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান। বিশ্বের নানা প্রান্ত বসে উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করা যায়। কিন্তু উইকিপিডিয়া সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা পাঠক জানেন না। আজ আপনাদের উইকিপিডিয়া সম্পর্কে এমন ২২টি তথ্য বলবো যা আপনারা জানেন না-
১. উইকিপিডিয়ায় রয়েছে ৫৫ মিলিয়ন আর্টিকেল এবং তিন শতাধিক ভাষা।
২. এসব আর্টিকেল ও ভাষা কন্ট্রিবিউট করে থাকেন ২ লক্ষ ৮০ হাজার সম্পাদক।
৩. প্রতি মাসে ১ দশমিক ৫ বিলিয়ন ডিভাইসে উইকিপিডিয়া দেখা হয়ে থাকে।
৪. পোল্যান্ডের স্লুবলিস অঙ্গরাজ্যে রয়েছে উইকিপিডিয়া মনুমেন্ট। মনুমেন্টটি নির্মাণ করেন আর্মেনীয় ভাস্কর মিহরান হ্যাকোবিয়ান।
৫. উইকিপিডিয়ার প্রথম পেইজটি তৈরি হয় অষ্টাদশ শতাব্দির স্কটিশ দার্শনিক থমাস রেইডের।
৬. ইতালিয়ান গবেষকদের দেয়া তথ্য অনুযায়ী উইকিপিডিয়া পর্যটন খাতের ওপর প্রভাব বিস্তার করেছে।
৭. উইকিপিডিয়া আর্টিকেলের মেইন টেক্সটের ফার্স্ট লিংকে ক্লিক করার পর সাবসিকোয়েন্ট আর্টিকেলগুলো অটোমেটিকভাবে আসতে থাকে।
৮. বিশ্বে উইকিপিডিয়া সেরা ১০টি ওয়েবসাইটের মধ্যে অবস্থান করছে।
৯. ২০১৭ সালে অ্যাস্ট্রনাট পাওলো নেসপোলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তার উইকিপিডিয়া আর্টিকেল ব্যবহার করে মৌখিক বার্তা রেকর্ড করেন।
১০. প্রিন্ট উইকিপিডিয়া ছিলো মাইকেল ম্যান্ডিবার্গ কর্তৃক তৈরি করা আর্ট প্রজেক্ট যা ২০১৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিলো।
১১. প্রতি বছর সারা বিশ্বের উইকিপিডিয়ার কন্ট্রিবিউটর একসঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টসের আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতায় ৪০টি দেশ থেকে ৬০ সহস্রাধিক প্রতিযোগী ১ দশমিক ৭ মিলিয়নের বেশি ঐতিহাসিক ছবি ২০১০ সাল থেকে পাঠিয়ে আসছেন। ২০২০ সালেও করোনাকালীন নিয়ম মেনে এর আয়োজন করা হয়েছে।
১২. উইকিপিডিয়ার প্রতিটি আর্টিকেলে রয়েছে ট্রান্সপারেন্ট রিভিশন হিস্টোরি। এখানে সুবিন্যস্তভাবে সব আর্টিকেল লেখা থাকে।
১৩. উইকিপিডিয়ায় প্রতি সেকেন্ডে ১ দশমিক ৯টি সম্পাদনা হয়ে থাকে।
মেশেবল ডট কম অবলম্বনে এইচএকে/আরআর