বিনামূল্যে ওয়েব ডিজাইন-সোশাল মিডিয়া শেখাবে বিডিকলিং
নতুন বছর উপলক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ওয়েব ডিজাইন ও সোশাল মিডিয়া মার্কেটিং বিষয়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। কোর্সে ভর্তি আবেদন শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে, চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বিডি কলিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বিডি কলিং অ্যাকাডেমি।
২০২৪ সাল উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মনির হোসেন এই ঘোষণা দেন।
তিনি জানান, দেশে বেকারত্বের বোঝা ক্রমেই ভারী হয়ে উঠছে। পড়াশোনা শেষ করে ন্যূনতম বেতনেও একটি চাকরির সুযোগ না পেয়ে অনেকে হতাশায় মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে উঠছেন। আমি মনে করি একমাত্র প্রযুক্তিগত জ্ঞান আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। এ লক্ষ্যেই আমরা নতুন বছর উপলক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে দুইটি কোর্স নিয়ে এসেছি।
মনির হোসেন বলেন, আপনারা জানেন সোশাল মিডিয়া মার্কেটিং এবং বেসিক ওয়েব ডিজাইন বর্তমানে খুবই জনপ্রিয় একটি আয়ের মাধ্যম। তাই এ দুটি বিষয়ে আমরা কোর্সের আয়োজন করেছি। কোর্সটি আমাদের বিনামূল্যে হলেও রেজিস্ট্রেশন বাবদ আপনাকে ২৪ টাকা প্রদান করতে হবে। যে কেউ চাইলে অনলাইনে ঘরে বসেই এই কোর্স দুটি করতে পারবেন।
কোর্স শেষে চাকরির সুযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিডিকলিং আইটি লিমিটেড শুধু প্রশিক্ষণের আয়োজন করেই দায়িত্ব শেষ করেনি। কোর্স শেষে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তরুণ-তরুণীদের চাকরির সুযোগও করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শতাধিক প্রশিক্ষণার্থী তাদের কোর্স সফলভাবে সম্পন্ন করে যুক্ত হয়েছে বিডি কলিং পরিবারে। এছাড়াও কোর্স শেষে সেরাদের জন্য স্কলারশিপেরও আয়োজন রেখেছে প্রতিষ্ঠানটি।
কোর্স প্রসঙ্গে বিডিকলিং অ্যাকাডেমির পরিচালক আমিরুল হক বলেন, সোশাল মিডিয়া মার্কেটিং ও ওয়েব ডিজাইন কোর্স দুটিতে আমরা নতুনদের বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে যারা এবিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে কিছুই জানে না, তাদেরকে আমরা একদম বেসিক ধারণাটা দিতে চাচ্ছি। আশা করি এই কোর্সটি করে যেকেউ একটি ভালো ধারণা নিয়ে যেতে পারবে।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই বিশ্বায়নের যুগে বেকার তরুণদের প্রযুক্তিগত দক্ষতা তৈরিতে এগিয়ে এসেছে বিডিকলিং। বিডিকলিং অ্যাকাডেমির আওতায় নামমাত্র মূল্যে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছি আমরা। বিশেষ করে লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ইউএক্স/ইউআই ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়াও আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজনও রয়েছে আমাদের।
টিআই/পিএইচ