‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ শুরু ৯ ডিসেম্বর
করোনাকালীন সময় এবং গত ১১ বছরে ডিজিটাল বাংলাদেশের যে অগ্রযাত্রা, তা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে আগামী ৯ ডিসেম্বর (বুধবার) শুরু হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের সপ্তম আসর ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’। এটি বাংলাদেশের প্রযুক্তিখাতের সর্ববৃহৎ মেলা।
তিন দিনব্যাপী এবারের মেলা শেষ হবে শুক্রবার (১১ ডিসেম্বর)।
বুধবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ‘সোশ্যালি ডিসটেন্সড ডিজিটালি কানেক্টেড’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের আসরের অধিকাংশ আয়োজন হবে ভার্চুয়ালি। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় থাকছে মিনিস্টারিয়াল কনফারেন্স, সেমিনার, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার ও ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্ট।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জানান, ‘১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) মেলার দ্বিতীয় দিন বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্টারিয়াল কনফারেন্স। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ১১ ডিসেম্বর (শুক্রবার) অর্থাৎ ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য এবং অটিজমবিষয়ক ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ ব্ক্তব্য রাখবেন। পরে বিকেল সাড়ে ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা দেওয়া হবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভার্চুয়াল কনসার্ট’।
দেশ-বিদেশ থেকে ১০ লাখের বেশি দর্শনার্থী ও অংশগ্রহণকারী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’র ভার্চুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পলক।
‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’র সামগ্রিক আয়োজনে আয়োজক হিসেবে আছে বিসিসি ও বেসিস। সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, হাইটেক পার্ক অথরিটি, সিসিএ-ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, এটুআই এবং পার্টনার হিসেবে যুক্ত আছে আইডিয়া, স্টার্টআপ বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাক্ক, ই-ক্যাব, বিআইজিএফ ও উইমেন ইন কমার্স।
এইচএন/জেডএস