এবার হোয়াটসঅ্যাপে ইভেন্ট ফিচার, রয়েছে যেসব সুবিধা
প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এবার ইভেন্ট ফিচার যুক্ত করেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। ফিচারটি ব্যবহারকারীদের কমিউনিটি গ্রুপের মধ্যে কোনো ইভেন্ট সংগঠিত করা আগের চেয়ে সহজ করে তুলছে। ব্যবহারকারীরা এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং, জন্মদিনের ডিনার বা যেকোনো পরিকল্পনা আগের থেকে আরও সহজভাবে করতে পারছেন।
এই নতুন ফিচারটি ব্যবহারে যে যে সুবিধা রয়েছে তা হলো—
একটি ইভেন্ট তৈরি করা-
১) এর জন্য প্রথমেই নিজেদের কমিউনিটি গ্রুপ চ্যাট ওপেন করতে হবে।
২) ‘ইভেন্ট’ বাটনে ক্লিক করতে হবে (সাধারণত চ্যাট অপশনের কাছাকাছি থাকে)।
৩) এরপর প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে।
অনুষ্ঠানের নাম- তারিখ এবং সময়
– বর্ণনা (ঐচ্ছিক, ২০৪৮ অক্ষর পর্যন্ত)
– ঐচ্ছিক অবস্থান
– হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক (ঐচ্ছিক, অগ্রিম ১ বছর পর্যন্ত যোগ করা যেতে পারে)
৪) ভার্চুয়াল মিটিংয়ের জন্য, ইউজাররা প্লাটফর্মের লিঙ্কগুলো অন্তর্ভুক্ত করতে পারে।
৫) ইভেন্ট তৈরি এবং শেয়ার করতে নিচের ডানদিকে থাকা তীর অপশনটিতে ক্লিক করতে হবে।
এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, শুধু গ্রুপের সদস্যদের আমন্ত্রণ জানানো যেতে পারে এবং ইভেন্টটি গ্রুপের বাইরের অন্যদের কাছে ফরওয়ার্ড করা যাবে না।
রিয়্যাকশন পরিচালনা –
একবার তৈরি হয়ে গেলে, ইভেন্টটি গ্রুপ চ্যাটে শেয়ার করা যাবে। এরপর সদস্যরা যা করতে পারে –
– ইভেন্টের তথ্য দেখতে পারে।
– আমন্ত্রণে সাড়া দিতে পারে।
– সার্চ গ্রুপের তথ্য পেজে তালিকাভুক্ত ঘটনা দেখতে পারে।
ইভেন্ট এডিট করা
শুধু ইভেন্ট নির্মাতা প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন; এক্ষেত্রে
১) ইভেন্টের বিবরণ পেজে ‘এডিট ইভেন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
২) প্রয়োজন অনুযায়ী যেকোনো বিবরণ পরিবর্তন করা যেতে পারে।
৩) সেই পরিবর্তনগুলো সেভ করতে হবে।
গ্রুপের সদস্যরা যারা ‘হ্যাঁ’ করেছে, তারা সেই পরিবর্তন সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাবে।
একটি ইভেন্ট বাতিল করার উপায়
পরিকল্পনা পরিবর্তন হলে, ইভেন্ট নির্মাতা তা বাতিল করতে পারেন:
১) ‘এডিট ইভেন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
২) ‘ক্যানসেল ইভেন্ট’ অপশন সিলেক্ট করতে হবে।
৩) এরপর ‘ইয়েস’ অপশনে ক্লিক করতে হবে।
গ্রুপ চ্যাটে একটি সিস্টেম বার্তা উপস্থিত হবে, এবং যারা ‘হ্যাঁ’ করেছে তাদের জানানো হবে।
সফল কমিউনিটি ইভেন্টের জন্য যা মাথায় রাখতে হবে
– পরিষ্কার, বর্ণনামূলক ইভেন্টের নাম ব্যবহার করতে হবে।
– বিবরণে যথেষ্ট বিশদ তথ্য প্রদান করতে হবে।
– সহজ ভার্চুয়াল যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক তৈরি করার কথা বিবেচনা করতে হবে।
– ভালো পরিকল্পনার জন্য সদস্যদের আরএসভিপি করতে উৎসাহিত করতে হবে।
এমএ