মটো জি৩০ স্মার্টফোন এখন বাজারে
বাংলাদেশের বাজারে এলো নতুন স্মার্টফোন মটো জি ৩০। শক্তিশালী ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ফোনটির বাজার মূল্য ১৯,৯৯৯ টাকা।
পারফর্মেন্স এর বিচারে ফোনটিকে বলা হচ্ছে 'সলিড অলরাউন্ডার'। এতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সসহ কোয়াড ক্যামেরা সেট আপ, ৫০০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১১ এর অপারেটিং সিস্টেম।
অনলাইনে www.salextra.com.bd এবং www.daraz.com.bd ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে ১৭,৯৯৯ টাকায় স্মার্টফোনটি পাওয়া যাবে।
এ বিষয়ে সেলএক্সট্রা শপের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, করোনার এই সময়ে এবং ই-কমার্সের সম্ভাবনাকে মাথায় রেখে আমরা প্রস্তুত গ্রাহকের আস্থা অর্জনে। অফিসিয়াল গেজেট এবং লাইফস্টাইল পণ্য গ্রাহকের দরজায় পৌঁছে দিতে এই প্রতিষ্ঠান প্রযুক্তিপ্রিয়দের প্রথম পছন্দ হবে। প্রোডাক্টের সঙ্গে ই-ওয়ারেন্টি কিংবা বিক্রয়-পরবর্তী সেবাও দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটি।
এএ