মা দিবসে নতুন স্টিকার প্যাক আনল হোয়াটসঅ্যাপ
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়। সে অনুসারে চলতি বছরের ৯ মে দিনটি পালিত হচ্ছে। মা দিবস উপলক্ষে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি ‘মামা লাভ’ নামে নতুন একটি স্টিকার প্যাক এনেছে। সেখানে ১১টি অ্যানিমেটেড স্টিকারের কালেকশন রয়েছে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপ এক টুইটে এ খবর জানিয়েছে।
টুইটে বলা হয়েছে, মা দিবসে মায়েদের শুভেচ্ছা জানানোর জন্য ‘মামা লাভ’ স্টিকার প্যাকটি চালু করা হয়েছে। এ সময় হোয়াটসঅ্যাপ মা দিবসের শুভেচ্ছা জানায়। টুইটে স্টিকার প্যাকটির লিংকও প্রকাশ করা হয়।
হোয়াটসঅ্যাপ আরও জানায়, স্টিকার প্যাকটি স্মার্টফোন ও কম্পিউটার থেকে ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন।
স্টিকার প্যাকটি ব্যবহার করে কীভাবে আপনার মাকে শুভেচ্ছা জানাবেন?
প্রথম পর্যায়- হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
দ্বিতীয় পর্যায়- স্ক্রিনের বাম দিকে স্মাইলি ইমোজি ক্লিক করুন।
তৃতীয় পর্যায়- এবার স্টিকার আইকনে ক্লিক করুন।
চতুর্থ পর্যায়- প্লাস সাইন খুঁজে বের করুন এবং সেখানে ক্লিক করুন।
পঞ্চম পর্যায়- এবার আপনি ‘মামা লাভ’ স্টিকার প্যাকটি দেখার পর ডাউনলোড করুন।
ষষ্ঠ পর্যায়- ডাউনলোড হয়ে গেলে স্ক্রিনে সবুজ টিক মার্ক দেখাবে।
সপ্তম পর্যায়- এবার আবার ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ফিরে যান এবং স্টিকারটি পাঠান।
অষ্টম পর্যায়- স্টিকারে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই সেটি আপনার মায়ের কাছে চলে যাবে।
স্টিকার প্যাকটি চালুর আগে মেসেজিং অ্যাপটি করোনা পরিস্থিতিতে অনলাইনে শুভেচ্ছা পাঠাতে ‘ভ্যাকসিন ফর অল’ নামে স্টিকার প্যাক চালু করে। সে সময় তারা বলেছিল, বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করাই এর উদ্দেশ্য। স্টিকার প্যাকটিতে ২৩টি স্টিকার কালেকশন রয়েছে। তারা আরও বলেছিল, করোনার সম্মুখসারির যোদ্ধাদের সম্মান জানানো এর উদ্দেশ্য।
এইচএকে/আরআর/এএ