বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের আয় ১০০ কোটি ডলার। বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) ডিজিটাল ট্যালেন্ট রিজিওনাল সামিটে ‘Cultivating a Talent Ecosystem for Inclusive digital prosperity’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান হুয়াওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখন উপযুক্ত সময় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারি সত্ত্বেও উন্নয়নশীল দেশ হওয়ার সব শর্ত পূরণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আঞ্চলিক এ সামিটে আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কার মিনিস্ট্রি অব টেকনোলজির সেক্রেটারি জয়ন্ত ডি সিলভা এবং নেপালের মিনিস্ট্রি অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সেক্রেটারি হরি প্রসাদ বশ্যাল, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, হেড অব অফিস এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন।
পলক বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করতে দেশব্যাপী ৩৯টি হাইটেক প্রতিষ্ঠিত পার্ক তৈরি করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ফ্রন্টিয়ার টেকনোলজি বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে দেশের ১৩৫টি বিশ্ববিদ্যালয়ে স্পেসালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়াও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে।
বৈঠকে জানানো হয়, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় আগামী পাঁচ বছরে এক লাখ তরুণকে ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তুলতে সহায়তা করবে হুয়াওয়ে। এজন্য প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়া অঞ্চলের সরকার, বিশ্ববিদ্যালয় এবং শিল্পখাত সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে।
‘কালটিভেটিং এ ট্যালেন্ট ইকোসিস্টেম ফর ইনক্লুসিভ ডিজিটাল প্রোসপারিটি’ প্রতিপাদ্য নিয়ে সামিটে ডিজিটাল ক্ষেত্রে দক্ষতার ঘাটতি পূরণ এবং মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনে কীভাবে ডিজিটাল রূপান্তরকে প্রভাবিত করা যায় এবং তরুণদের কীভাবে এতে আরও বেশি সংযুক্ত করা যায় সেসব নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব, ইউনেস্কো বাংলাদেশ, শিক্ষক এবং আইসিটি খাতের অভিজ্ঞ ব্যক্তিরা মতামত তুলে ধরেন।
একে/এসকেডি