ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন

বাংলাদেশের ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্সের উদ্যোগে এ ব্যতিক্রমী এক্সকার্সন আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ৪০টি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এক্সনহোস্টের সিইও সালেহ আহমেদ, ড্রিমলাইন আইটির সিইও মোর্তুজা আহমেদ, পার্পল আইটির চেয়ারম্যান মাছুমুল হক, মেট্রোভিপিএসের ইসিও নাগিব মাহফুজ প্লাবন, ঢাকাকোলোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আতিক আয়মান, বিডিআইএক্সের সিটিও সেলিম রেজা, ডটইন্টারনেটের মো. রাজিব হোসেন রাজন এবং হোস্টএভারের সিটিও খান মাহমুদুল হাসান।
আনন্দঘন এ দিনে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়। পূর্বাচল রিসোর্ট ক্লাবে অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে গটমাইহোস্ট চ্যাম্পিয়ন এবং ড্রিমলাইন আইটি সলিউশন লিমিটেড রানার্সআপ হয়।
এছাড়াও ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা ও কৌশলগত পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এক্সনহোস্টের সিইও সালেহ আহমেদ বলেন, বাংলাদেশের ওয়েব হোস্টিং সার্ভিসের সম্ভাবনা অনেক, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ধরনের নেটওয়ার্কিং প্রোগ্রাম নতুন ধারণা বিনিময় ও ইন্ডাস্ট্রির অগ্রগতির সুযোগ তৈরি করতে সহায়ক হবে।
এ এক্সকার্সনে প্লাটিনাম স্পন্সর ছিল ঢাকাকোলো, গোল্ড স্পন্সর ছিল ডটইন্টারনেট ও স্যাটিসফাইহোস্ট এবং সিলভার স্পন্সর ছিল বিডিআইএক্স ও হোস্টএভার। এ ছাড়া টিশার্ট স্পনসর হিসেবে ছিল ইওয়াই হোস্ট লিমিটেড। গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল ঢাকা পোস্ট ডট কম।
দিনব্যাপী গেমস ইভেন্ট, মধ্যাহ্নভোজ ও আকর্ষণীয় র্যাফেল ড্রর মাধ্যমে অংশগ্রহণকারীরা দারুণ একদিন উপভোগ করেন। প্রাণবন্ত পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।
এসএসএইচ
