গুগল ফটোজের নতুন দুই ফিচার, এআই-এর জাদু এবার আপনার ছবিতে

দশ বছর পূর্ণ করল গুগল ফটোস। আর এই মাইলফলকে ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো বিশেষ উপহার। নতুন দুটি এআইচালিত ফিচার যুক্ত হয়েছে এই জনপ্রিয় ফটো অ্যাপে—‘রিইমাজিন’ ও ‘অটো ফ্রেম’। ছবি ভালো করা নিয়ে আর কোনো চিন্তা নেই। আপনার পুরোনো ছবিকে আরও চোখ ধাঁধানো করে তুলবে গুগল ফটোজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার আসছে। এই ফিচারগুলো আগে শুধু পিক্সেল ফোনেই পাওয়া যেত, কিন্তু এখন সব অ্যান্ড্রয়েড এবং পর্যায়ক্রমে আইওএস ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন।
গুগলের দাবি, এ ফিচারগুলো ব্যবহারে ছবির সম্পাদনায় পেশাদারদের মতো নিখুঁত পরিমার্জনা সম্ভব হবে। সবচেয়ে বড় কথা, ব্যবহারকারীর আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন
নতুন রূপে গুগল ফটোজের ইন্টারফেস এখন আরও আকর্ষণীয়। স্বয়ংক্রিয় এআই এডিট অপশন থাকায় ব্যবহারকারীরা সহজেই ছবি উন্নত করতে পারবেন।
কী আছে রিইমাজিনে?
‘রিইমাজিন’ ফিচারে ব্যবহারকারী কেবল সাধারণ ভাষায় নির্দেশ দিলেই হবে। যেমন, কোনও ছবিতে আকাশ মেঘলা—চাইলেন ‘নীল আকাশ’, এআই সঙ্গে সঙ্গে বদলে দেবে আকাশের রং ও রূপ। এভাবে মনের মতো ছবি তৈরি করা যাবে সহজেই।
কী করে অটো ফ্রেম?
অন্যদিকে, ‘অটো ফ্রেম’ ছবির গঠন বা কম্পোজিশন বিশ্লেষণ করে পরামর্শ দেবে—ছবিটি কোথা থেকে ক্রপ করা ভালো হবে, কোথায় একটু বাড়ানো দরকার বা কোন ফ্রেমে দেখতে ভালো লাগবে।
এআইএস