হোয়াটসঅ্যাপে মেসেজের কিছু অংশ কপি-পেস্ট করতে চান? আসছে নতুন ফিচার

এখন অফিস কিংবা বাসা সবখানে সব কাজেই হোয়াটসঅ্যাপের ব্যবহার। কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রে মেসেজের একটা অংশ বা একটা শব্দ কপি করার প্রয়োজন পড়ে। সেখানে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের। সেই সমস্যার সমাধান এবার আসতে যাচ্ছে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপটিকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা তাদের লক্ষ্য। সে কারণে নিয়মিত নানা পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকে। সন্তোষজনক ফল পেলেই অ্যাপে যুক্ত হয় নতুন ফিচার। তারই ধারাবাহিকতায় এবার আসছে আরেকটি ফিচার। এতে এবার লম্বা মেসেজের কিছু অংশ বা প্রয়োজনে একটি শব্দ কপি-পেস্ট করা যাবে। সেটা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাপ, চ্যানেলসহ ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা অনেক উপকৃত হবে বলেই মনে করছে সংস্থা।
আরও পড়ুন
জানা গেছে, মেসেজের ওপর ট্যাপ করে তা ধরে রাখতে (ট্যাপ অ্যান্ড হোল্ড) হবে। এরপর যে অংশটুকু কপি করতে চান, শুধু সেটুকু সিলেক্ট করতে হবে। এরপর মিলবে কপি অপশন। তাতেই ঝামেলা শেষ। ইতোমধ্যে আইওএস ব্যবহারকারীরা এ ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, সম্প্রতি আরও এক দারুণ ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে গ্রুপে কী নিয়ে আলোচনা হয়েছে তা এক ক্লিকেই জানিয়ে দেবে এআই। ফলে সময় নষ্ট করে পুরোনো মেসেজ পড়তে হবে না। এতে প্রাইভেসি লঙ্ঘনেরও কোনো ঝুঁকি নেই।
এসএসএইচ