সিএনজিচালিত অটোরিকশা এখন উবারে
জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবারে পাওয়া যাচ্ছে সিএনজিচালিত অটোরিকশায় ভ্রমণের সুবিধা।
ব্যবহারকারীরা জানিয়েছেন, সোমবার থেকে উবার অ্যাপে নিয়মিত বাহন হিসেবে উবার এক্স, প্রিমিয়ার, উবারএক্সএল এর পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা দেখতে পাচ্ছেন।
এর আগে ২০১৯ সালে উবার চট্টগ্রামে প্রথম সিএনজিচালিত অটোরিকশা তাদের সেবায় অন্তর্ভুক্ত করে।
উল্লেখ্য, উবার হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক পরিবহন সেবার নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব গাড়ি নেই। উবারের কিছু নির্ণায়ক যোগ্যতা পূরণ করে ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোন ব্যক্তিই উবার টিমের সাথে যুক্ত হতে পারেন।
এই নেটওয়ার্কের মাধ্যমে একজন চালক ও যাত্রী নিজেদের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। উবারের ফ্রি অ্যাপটির মাধ্যমে একজন যাত্রী নিজের অবস্থান জানিয়ে একটি গাড়ি ডেকে আনতে পারেন।
এএ