মেটাতে একজন এআই ইঞ্জিনিয়ারের বেতন জানলে অবাক হবেন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা এখন তুঙ্গে। সেই প্রতিযোগিতায় নিজেদের শীর্ষস্থানে রাখতে ফেসবুকের মূল কোম্পানি মেটা (মেটা) তাদের শীর্ষ এআই ইঞ্জিনিয়ারদের বছরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার পর্যন্ত বেতন দিচ্ছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এইচ-১বি ভিসা সংক্রান্ত নথি থেকে এ তথ্য জানা গেছে।
নথি অনুসারে, মেটার একজন শীর্ষ এআই রিসার্চ ইঞ্জিনিয়ার বছরে ৪৪০,০০০ মার্কিন ডলার পর্যন্ত বেসিক বেতন পাচ্ছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩.৭৬ কোটি টাকা।
আরও পড়ুন
এই ফাইলিংয়ে কেবল বেস স্যালারির তথ্য রয়েছে। এর বাইরে আরও রয়েছে- বোনাস, স্টক অপশন, বিভিন্ন বেনিফিট প্যাকেজ।
বিশেষ করে এআই ও প্রযুক্তি গবেষণা–ভিত্তিক পদে কর্মরত সিনিয়রদের জন্য বিশাল অঙ্কের স্টক গ্রান্টও দিয়ে থাকে মেটা।
মেটার বিভিন্ন টেক পদের সম্ভাব্য বেতন কাঠামো
» এআই রিসার্চ ইঞ্জিনিয়ার ১,৬৫,০০০ ডলার থেকে ৪,৪০,০০০ ডলার
» সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট/ টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ২,৩০,০০০ ডলারের বেশি
» সফটওয়্যার ইঞ্জিনিয়ার সর্বোচ্চ ৪,৮০,০০০ ডলার
» ডেটা সায়েন্স ম্যানেজার/ডিরেক্টর ২,৪৮,০০০ থেকে ৩,২০,০০০ ডলার
» প্রোডাক্ট ম্যানেজার/ইউএক্স ডিজাইনার/ রিসার্চার ৬ ডিজিটের স্যালারি (ডলারে) তো বটেই।
শুধু মেটা নয়, শীর্ষ এআই প্রতিভা ধরে রাখতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও লড়াইয়ে ঝাঁপিয়েছে। মেটা-র পাশাপাশি অন্যান্য কোম্পানিও বিশাল প্যাকেজ অফার করছে। থিঙ্কিং মেশিনস ল্যাব, যেটি প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন OpenAI CTO মীরা মুরাতি, তারা এখনও পর্যন্ত কোনও পণ্য বাজারে না এনেও, টেকনিক্যাল স্টাফদের বছরে ৫০,০০,০০০ ডলার পর্যন্ত বেস স্যালারি অফার করছে।
এমএসআই