১৮ জুলাই সব মোবাইল গ্রাহকরা পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট

জুলাই আন্দোলন স্মরণে ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।
বুধবার (৯ জুলাই) বিটিআরসির পক্ষ থেকে মোবাইল অপারেটরদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান। তিনি বলেন, গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সরকার থেকে বিনামূল্যে ১ জিবি ডেটা প্রদানের অনুরোধ পেয়েছি, এবং আমরা এর বাস্তবতা যাচাই করছি। প্রয়োজন হলে অতিরিক্ত উদ্যোগও নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বাংলালিংকের ডিজিটাল ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’এর মাধ্যমে কীভাবে আমরা জুলাই আন্দোলন স্মরণে বিশেষ কিছু করতে পারি, তাও আমরা বিবেচনা করছি। এ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।
এর আগে, গত ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’ এর অংশ হিসেবে ১৮ জুলাই দেশের মোবাইল গ্রাহকদের প্রতি একটি সম্মানসূচক উদ্যোগ হিসেবেই এই ফ্রি ডেটা অফার চালু করা হচ্ছে। সব মোবাইল অপারেটরকে নির্ধারিত তারিখে গ্রাহকদের কাছে ফ্রি ডেটা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এছাড়া বিটিআরসির নির্দেশনা পাওয়ার পর অন্য মোবাইল অপারেটররাও বিষয়টি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গ্রাহকদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে সেজন্য আগে থেকেই বার্তা পাঠানোর পরিকল্পনাও করছেন তারা।
আরএইচটি/এমএন