ইনস্টাগ্রামে নতুন চমক, রিলসে যে সুবিধা পাওয়া যাবে

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস বা শর্ট ভিডিও অন্যতম জনপ্রিয় একটি বিষয়। হাজারো কাজের মাঝে একটু সময় পেলেই সবাই ঢুঁ মেরে আসেন ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা ফেসবুকে। কিন্তু রিলস দেখতে গেলে বারবার স্ক্রল করতে হয়। তবে মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এবার থেকে আর তেমনটা করতে হবে না। আরো সহজে দেখা যাবে রিলস ভিডিও।
আরও পড়ুন
জানা গেছে, মেটার প্ল্যাটফর্মটি খুব শীঘ্রই তাদের রিলসে অটো স্ক্রল ফিচার যুবত করতে যাচ্ছে। যার ফলে রিলস দেখতে গেলে আর স্ক্রল করতে হবে না। মোবাইল স্ক্রিনে চলতে থাকবে একের পর এক রিলস। ইতিমধ্যেই আইফোনে যুক্ত করা হয়েছে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার। তবে অ্যান্ড্রয়েড ফোনে কবে এটি আসবে, তা এখনও জানা যায়নি।
যেভাবে এই ফিচারটি চালু করবেন
অটো স্ক্রল ফিচারটি চালু করতে গেলে প্রথমে যে কোনো একটি রিলস চালাতে হবে। তারপর ডানদিকে নিচে তিনটে বিন্দু দেওয়া একটি অপশন ক্লিক করতে হবে। তারপর অটো স্ক্রল ফিচারটি চালু করতে হবে। একবার এই ফিচারটি চালু করে হয়ে গেলে রিলস দেখার সময় আর বারবার স্ক্রল করতে হবে না।
এমআর