অর্ডার দিলে ১ ঘণ্টায় ঘরে আসবে আম
মধুমাসকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান থেকে বাছাই করা সুস্বাদু, রসালো ও কেমিক্যাল মুক্ত আম কেনার ও মাত্র এক ঘণ্টায় ডেলিভারির সুবিধা দিচ্ছে অনলাইনে মুদি পণ্য কেনার দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চালডাল ডটকম।
চালডাল এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য মুদি পণ্যের পাশাপাশি বাসায় বসে অনলাইনে অর্ডার করা আম মাত্র এক ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দেবে। ফলে অনলাইনে কেনা আমের ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের সতেজ ও সুস্বাদু ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর ও গোবিন্দভোগ আম ডেলিভারি এক ঘণ্টায় পাওয়া সম্ভব।
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও যশোরসহ দেশের তিনটি বিভাগের প্রায় ২৩০ এর বেশি এলাকায় মাত্র ৯ টাকা ডেলিভারি চার্জে ৮ লাখের বেশি গ্রাহকের কাছে নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য সবচেয়ে কম সময়ের মধ্যে ক্রেতাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিচ্ছে চালডাল ডটকম। আর অসম্ভব এ কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়মিত সম্ভব করে দেখিয়ে যাচ্ছেন চালডাল ডটকমের দুই হাজার ৫০০ এর বেশি কর্মী।
এরই মধ্যে স্বল্প সময়ে অর্ডার দেওয়া সতেজ পণ্য ভোক্তাদের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে চালডাল ডটকম মানুষের আস্থা অর্জন করেছে। তাদের বিশাল পণ্যের তালিকায় গতবছরের ন্যায় এবারও এবার যুক্ত হলো আম। চালডাল ডটকম থেকে দৈনিক আট থেকে নয় হাজার ক্রেতা আম কিনছেন। ভোক্তাদের সুবিধার্থে তিন কেজির আকর্ষণীয় ‘ম্যাংগো গিফট বক্স’ কেনার সুবিধা দিচ্ছে চালডাল। স্বাদ, গন্ধ ও মানে সেরা আমের প্রাপ্তি এখন আর শুধু কোন নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। অনলাইনে চালডাল থেকে অর্ডার করে যে কেউ বাগান থেকে বাছাই করা চাঁপাইনবাবগঞ্জের সেরা, রসালো ও কেমিক্যাল মুক্ত আম কিনতে পারবেন।
চালডালের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, আমের মান নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলতে পারে সেজন্য প্রতিটি আম ভোক্তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে চালডালের সব ওয়্যারহাউজে বিশেষ মান নিয়ন্ত্রণের (কোয়ালিটি কন্ট্রোল) ব্যবস্থা রয়েছে। গত দেড় মাস ধরে ‘ম্যাংগো গিফট বক্স’ এর সঙ্গে দেওয়া বিশেষ উপহার তো আছেই। দেশে লকডাউন পরিস্থিতিতে প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই অনলাইনে করার সুযোগ করে দিয়ে গ্রাহকদের জীবনকে আরও সহজ করে যাচ্ছে অনলাইনে গ্রোসারি পণ্য কেনার দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চালডাল ডটকম।
আরএইচ