১০ হাজার টাকার মধ্যে সেরা ৭ স্মার্টফোন
নতুন স্মার্টফোন মানেই নতুন ফিচার। প্রয়োজনীয় কাজ থেকে বিনোদন, সব কিছুতেই স্মার্টফোনের জুড়ি নেই। সময়ে সঙ্গে বাজারে আসছে হরেক রকমের স্মার্টফোন।
গ্রাহকের সাধ ও সাধ্য বুঝে নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাজারে নিয়ে আসছে কম দামের আকর্ষণীয় স্মার্টফোন। আজ আপনাকে জানাবো ১০ হাজার টাকার নিচে কয়েকটি স্মার্টফোন সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক-
স্যামসাং গ্যালাক্সি এম-০২
ডিসপ্লে সাইজ : ৬.৫ ইঞ্চি।
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০x১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত।
মেমোরি : ২ জিবি র্যাম, ৩২ জিবি রম।
ফ্রন্ট-ক্যামেরা : ৫ মেগাপিক্সেল।
ব্যাক-ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল, পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেল (পিএলএস আইপিএস ডিসপ্লে)।
ব্যাটারি : লি-পো ৫০০০ এমএএইচ, নন-রিমুভেবল।
মূল্য : ৯ হাজার ৫৯৯ টাকা।
ভিভো ওয়াই-ওয়ান-এস
ডিসপ্লে সাইজ : ৬.২২ ইঞ্চি।
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০x১৫২০ পিক্সেল, ২০:৯ অনুপাত।
মেমোরি : ২ জিবি র্যাম, ৩২ জিবি রম।
ফ্রন্ট-ক্যামেরা : ৫ মেগাপিক্সেল।
ব্যাক-ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল, পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেল (পিএলএস আইপিএস ডিসপ্লে)।
ব্যাটারি : লি-লন ৪০৩০ এমএএইচ, নন-রিমুভেবল।
মূল্য : ৮ হাজার ৯৯০ টাকা।
রিয়েলমি সি-টোয়েন্টি-এ
ডিসপ্লে সাইজ : ৬.৫ ইঞ্চি (এলসিডি মাল্টি টাচ ডিসপ্লে)
ডিসপ্লে রেজল্যুশন : ১৬০০x৭২০ পিক্সেল।
মেমোরি : ২ জিবি র্যাম, ৩২ জিবি রম।
ফ্রন্ট-ক্যামেরা : ৫ মেগাপিক্সেল।
ব্যাক-ক্যামেরা : ৮ মেগাপিক্সেল।
ক্যামেরা মেকানিজম : এফ ২.২ অ্যাপার্চার, থ্রি-পি লেন্স।
ফটোগ্রাফি ফাংশন : পোট্রেট মোড, টাইমল্যাপস, প্যানোরোমিক ভিউ, বিউটি মোড, এইচডিআর, ফেস রিকগনিশন, ফিল্টার।
ব্যাটারি : ৫০০০ এমএএইচ।
ওয়্যারলেস প্রযুক্তি : ওয়াই-ফাই- ৮০২.১১, ব্লুটুথ- ৫.০।
মূল্য : ৮ হাজার ৯৯০ টাকা।
টেকনো স্পার্ক গো
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০x১৬০০ পিক্সেল।
মেমোরি : ৩ জিবি র্যাম, ৬৪ জিবি রম।
ক্যামেরা : ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা।
ক্যামেরা মেকানিজম : এফ ২.২ অ্যাপার্চার, থ্রি-পি লেন্স।
ফটোগ্রাফি ফাংশন : পোট্রেট মোড, টাইমল্যাপস, প্যানোরোমিক ভিউ, বিউটি মোড, এইচডিআর, ফেস রিকগনিশন, ফিল্টার।
ব্যাটারি : ৫০০০ এমএএইচ।
মূল্য : ৯ হাজার ৯৯০ টাকা।
ওয়ালটন প্রিমো এন-৪
ডিসপ্লে সাইজ : ৬.৫ ইঞ্চি (এলসিডি মাল্টি টাচ ডিসপ্লে)
ডিসপ্লে রেজল্যুশন : ১৬০০x৭২০ পিক্সেল,
মেমোরি : ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম।
রিয়ার ক্যামেরা : ১৬+৮+২ মেগাপিক্সেল।
অ্যাপার্চার এফ/১.৮।
ফ্রন্ট ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল।
ক্যামেরা ফিচার :
ফাইভ-পি লেন্স, এআই ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, ডিসপ্লে ফেসিয়াল রিকগনিশন (জেন্ডার অ্যান্ড এজ), ফিংগার ক্যাপচার, সেলফ টাইমার, বিএসআই এবং স্মাইল শট।
ক্যামেরা ফিচার :
মেইন শুটার ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল।
১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা : ৮ মেগাপিক্সেল।
ফিল্ড ক্যামেরা : ২ মেগাপিক্সেল।
ভিডিও রেকর্ডিং ফুল এইচডি : ১৯২০x১০৮০।
মূল্য : ৯ হাজার ৯৯৯ টাকা।
শাওমি রেডমি নাইন-এ
ডিসপ্লে সাইজ : ৬.৫৩ ইঞ্চি।
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০x১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত।
মেমোরি : ২ জিবি র্যাম, ৩২ জিবি রম।
মেমোরি কার্ড : মাইক্রো এসডিএক্সসি।
সেলফি ক্যামেরা : সিঙ্গেল, ৫ মেগাপিক্সেল।
লাউডস্পিকার : আছে।
রেডিও : এফএম রেডিও।
মেইন ক্যামেরা : সিঙ্গেল, ১৩ মেগাপিক্সেল।
ক্যামেরা : ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা।
ক্যামেরা মেকানিজম : এফ ২.২ অ্যাপার্চার, থ্রি-পি লেন্স।
ফটোগ্রাফি ফাংশন : পোট্রেট মোড, টাইমল্যাপস, প্যানোরোমিক ভিউ, বিউটি মোড, এইচডিআর, ফেস রিকগনিশন, ফিল্টার।
ব্যাটারির ধরন : লি-পো ৫০০০ এমএএইচ, নন-রিমুভেবল।
মূল্য : ৯ হাজার ৯৯৯ টাকা।
হুয়াওয়ে ওয়াই-সেভেন
ডিসপ্লে সাইজ : ৫.৫ ইঞ্চি।
ডিসপ্লে রেজল্যুশন : ৭২০x১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত।
মেমোরি : ২ জিবি র্যাম, ১৬ জিবি রম।
ফ্রন্ট-ক্যামেরা : ৮ মেগাপিক্সেল।
রিয়ার-ক্যামেরা : ১২ মেগাপিক্সেল।
মূল্য : ৯ হাজার ৯৯৯ টাকা।
এইচএকে/আরআর/এএ