হোয়াটসঅ্যাপে আনব্লক করবেন কীভাবে?
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে কাউকে আনব্লক করার জন্য কিছু উপায় অবলম্বন করতে হয়। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই উপায়গুলো সম্পর্কে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপে কাউকে আনব্লক করার উপায় নিয়েই আজকের আয়োজন-
১. হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
২. স্ক্রিনে উপরে থ্রি-ডট মেনু বাটনটিতে ক্লিক করুন।
৩. এবার কয়েকটি অপশন আসবে। সিলেক্ট করুন ‘সেটিংস’ অপশন।
৪. ‘অ্যাকাউন্ট’ অপশনের অধীনে ‘প্রাইভেসি’ ট্যাপ করুন।
৫. এবার নিচের দিকে স্ক্রল করুন। ‘ব্লকড কনট্যাক্টস’ অপশনে ক্লিক করুন।
৬. এরপর আপনি হোয়াটসঅ্যাপের ব্লকলিস্ট দেখতে পাবেন। সেখান থেকে যাকে আনব্লক করতে চান তার নাম্বারে ক্লিক করুন।
৭. এবার একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলেই আনব্লক হয়ে যাবে।
এইচএকে/আরআর/এএ