চাঁদকে ট্রাফিক সিগন্যাল ভেবেছে অটোপাইলট!
মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়েছে ইলন মাস্কের টেসলার বৈদ্যুতিক গাড়ি। পরিবেশবান্ধব এই গাড়িতে রয়েছে অটোপাইলট, অটো-পার্কিংসহ অনেক সুবিধা।
তবে এই টেসলাতেও রয়েছে কিছু বাগ। সেগুলো মাঝে মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। চাঁদকে ট্রাফিক সিগন্যালের আলো ভেবে বসেছে টেসলার অটোপাইলট!
চাঁদের গাঢ় হলদেটে কমলা বর্ণকে ট্রাফিক সিগন্যালের আলো ভেবেছে গাড়ির এআই। ফলে গাড়িচালক যতই গতি বাড়াতে চান, ততই স্পিড কমিয়ে আনে তাঁর গাড়ির অটোপাইলট।
পুরো ঘটনাটার ভিডিও করেছেন গাড়িচালক। টুইটারে পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।
তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে সূর্যাস্তের সময় সূর্যকে দেখেও ট্রাফিক সিগন্যালের সঙ্গে গুলিয়ে ফেলেছিল টেসলার অটোপাইলট। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অপর এক টেসলা চালক।
বিশেষজ্ঞরা বলছেন, সূর্য বা চাঁদের অবস্থানের বিষয়ে যদি অটোপাইলটের কাছে ডেটা থাকতো তাহলে এই সমস্যা হতো না।
এএ