নতুন নামে চমক নিয়ে ভারতে ফিরছে টিকটক!
একসময় ভারতে ফেসবুক-ইনস্টাগ্রামের চেয়েও জনপ্রিয়তায় শীর্ষে ছিল টিকটক। কিন্তু চীনের সঙ্গে সংঘাত পরিস্থিতির পরই টিকটকসহ একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। কিন্তু এবার টিকটক ব্যবহারকারীদের জন্য বিরাট সুখবর! নাম পাল্টে নতুন চমক নিয়ে ফিরছে একই অ্যাপ।
বাইটড্যান্স সংস্থার শর্ট ফর্ম ভিডিও অ্যাপ্লিকেশনটি কন্ট্রোলার জেনারেল অব পেটেন্টস (নাম স্বত্ত্বাধিকারী)-এ অ্যাপ্লিকেশনটির নতুন নামের জন্য কাগজপত্র জমা দিয়েছে। ডিজাইন, ট্রেডমার্ক সবকিছু আগেই নিজের করে রেখেই ভারতে আসার পরিকল্পনা করছে তারা।
টিপস্টার মুকুল শর্মা সংবাদটি তার টুইটার অ্যকাউন্টে শেয়ার করেছেন। যা পরে উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
২০২০ সালের জানুয়ারিতে টিকটকসহ মোট ৫৯টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপদজনক জানিয়ে অ্যাপগুলোকে নিষিদ্ধ করে ভারত সরকার।
ভারতে নিষিদ্ধ হওয়ায় প্রায় ২০ কোটি ব্যবহারকারীকে হারায় টিকটক। বিশাল ক্ষতির মুখে পড়ে সংস্থাটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নতুন যে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিয়ম-বিধি আরোপ হয়েছে ভারতে তা মেনে চলবে বলে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও পিএমও-কে জানিয়েছিল টিকটকের পেরেন্ট ফার্ম বাইটডান্স।
জেডএস