রাজধানীর ১৫০০ অচল টেলিফোন চালুর উদ্যোগ
রাজধানীর চার এলাকার (শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা ও পুরানা পল্টন) ১৫০০ অচল টেলিফোন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএলের জেনারেল ম্যানেজার (মার্কেটিং, পি আর অ্যান্ড পি) মীর মোহাম্মদ মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজধানীর রামপুরা থেকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পর্যন্ত ডিপিডিসির এইচডিডি পদ্ধতিতে ১৩২ কেভি ভূ-গর্ভস্থ হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন স্থাপন কাজ করা হয়েছে। কাজের এ সময়ে শান্তিনগর মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত প্রধান সড়কের মাঝ বরাবর প্রায় ১০-১২ ফুট নিচে বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ কারণে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা ও পুরানা পল্টনসহ সংশ্লিষ্ট এলাকার প্রায় ১ হাজার ৫০০ টেলিফোন অচল হয়ে পড়ে। জরুরিভিত্তিতে ক্ষতি হওয়া ভূ-গর্ভস্থ টেলিফোন ক্যাবলসমূহ মেরামত কাজ চলমান আছে। টেলিফোনগুলো চালু করতে আনুমানিক ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে।
একে/এসকেডি