ফেসবুক-ইনস্টাগ্রাম-মেসেঞ্জার ডাউন
মেটা কোম্পানির জনপ্রিয় সোশ্যাল সাইটগুলো বিশ্বজুড়ে ডাউন হয়ে পড়েছে। এ কারণে ব্যবহারকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারে জটিলতার মুখে পড়তে হচ্ছে।
বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানান। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে করেছে।
বাংলাদেশেও ব্যবহারকারীরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তারা রাত ১২টার পর থেকে ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশন নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখার সপ্তাহের ব্যবধানে বিশ্বজুড়ে ব্যবহারে সমস্যার মুখে পড়লেন ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ডাউন হওয়ার বিষয়ে মেটা কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে হঠাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার অচল হয়ে পড়লে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী টুইটার ব্যবহার করে মজা নিয়েছেন।
— (@PapaKoalaYT) November 3, 2021
— Troll (@Trollface_T__T) November 3, 2021
— Rovin Singh Verma (@RovinSinghVerma) November 3, 2021
— Magnifico Marta (@MeatyXtra) November 3, 2021
এসএসএইচ