ডিজিটাল রাইডে নতুন বছরের অফার
গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এসেছে রাইড শেয়ারিং অ্যাপ ডিজিটাল রাইড 'চালক'। এই অফারে চালকদের জন্য থাকছে বিশেষ বোনাস।
ডিজিটাল রাইডের সিইও ফখরুল ইসলাম চৌধুরী বলেন, চালকদের আয় বাড়াতে এবং তাদের জীবনমানের উন্নয়নে সুযোগ তৈরি করেছে ডিজিটাল রাইড। রাইডার কমিউনিটির ইনকাম আরও বাড়াতে এবং নিরাপদ ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং সেবা দেয়ার লক্ষ্যে রাইডার ও গ্রাহকদের জন্য আমরা নতুন বছরে এ অফার নিয়ে এসেছি।
অফার চলাকালীন একজন রাইডার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন ১০ ঘণ্টা অনলাইনে থাকলেই বাইকের জন্যে ২০০০ এবং কার এর জন্য ৩০০০ টাকা বোনাস পাবেন।
শুধু তাই নয় ডিরেক্ট বুকিং এর মাধ্যমে প্রতিদিন যদি টার্গেট থেকে বেশি রাইড শেয়ার করেন, তবে প্রতি রাইডে বাইকের জন্য অতিরিক্ত ৩০ টাকা এবং কারে ৫০ টাকা আয়ের সুযোগ। এছাড়াও রেফারে আনলিমিটেড আয়ের সুযোগ।
অন্যদিকে গ্রাহকরা বাইক রাইডের ক্ষেত্রে DRL50 প্রমো কোড ব্যবহার করে পাবেন ৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং কার রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL100 প্রমো কোড ব্যবহার করে পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
এএ