প্রথম আলো - December 13, 2024
প্রথম আলো - প্রথম আলো বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকা। ১৯৯৮ সালের ৪ নভেম্বর এর পথ চলা শুরু। বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকাটি বর্তমানে দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক। পত্রিকাটির বিপুল পাঠকপ্রিয়তার কারণ এর নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। প্রথম আলোর নিয়মিত আয়োজনে থাকে- সংবাদ, সম্পাদকীয়, খবর, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, পড়াশোনা, মতামত, অর্থ-বাণিজ্য, টেক বার্তা। এছাড়া ফিচারপাতা ছাড়াও আছে একাধিক সাময়িকী। কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা দৈনিক প্রথম আলো কর্তৃক প্রকাশিত দুটি জনপ্রিয় সাময়িকী। ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণেও সংবাদ পরিবেশন করছে প্রথম আলো। বহুল প্রচারিত জাতীয় এই দৈনিকের সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর অনলাইন ভার্সন দেখতে ভিজিট করতে হবে prothomalo.com এই ঠিকানায়। এর মোবাইল ভার্সনও রয়েছে।