বঙ্গবন্ধুর জন্মদিনে পর্যটন হোটেলে ৩৪ শতাংশ ছাড়
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) পরিচালিত সব হোটেল-মোটেলে ৩৪ শতাংশ ছাড় দেওয়া হবে। বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বাপক।
মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন বাপকের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার।
তিনি জানান, বিশেষ এ দিনটিতে এতিমখানায় খাদ্য বিতরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠেয় বইমেলায় অংশগ্রহণ, বাপকের প্রধান কার্যালয়ে কেক কাটা, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ সব হোটেল-মোটেলের রুম ভাড়ার ওপর ৩৪ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়াও আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের জন্য বাপকের সব হোটেল মোটেলে ২৬ শতাংশ ছাড় দেওয়া হবে।
এআর/এসএম