হাওড়ার সেরা ৫ জায়গা
ইতিহাসসমৃদ্ধ হাওড়া ভারতের পশ্চিমবঙ্গের একটি শহর। রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু ও নিবেদিতা সেতু এই চার সেতু হাওড়া ও কলকাতা শহরের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। আজ আপনাদের জানাবো হাওড়া শহরের সেরা ৫ দর্শনীয় স্থান সম্পর্কে-
১. হাওড়া সেতু
ইতিহাসসমৃদ্ধ হাওড়া সেতু পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় স্থান। ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা এটি। এই সেতুর মাধ্যমে হাওড়া থেকে কলকাতায় যাওয়া যায়। গঙ্গা নদীর নান্দনিকতায় অনেকেই বিমোহিত হন।
২. বেলুর মঠ
সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলো বেলুর মঠ। এটি একটি মন্দির। স্বামী বিবেকানন্দ এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে রামকৃষ্ণ, সারদা দেবী ও কালী দেবীর মূর্তি রয়েছে।
৩. আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন
সমগ্র বাংলার উদ্ভিদবিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর নামে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এখানে নানা প্রজাতির গাছ, হ্রদ ও বন্যপ্রাণী রয়েছে। পর্যটকরা বোটানিক্যাল গার্ডেনটিতে এসে ব্যাপক উল্লসিত হন।
৪. বিদ্যাসাগর সেতু
হাওড়ার আরেকটি সেতুর নাম বিদ্যাসাগর সেতু। প্রখ্যাত মনীষি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামানুসারের এর নামকরণ করা হয়েছে। এটি একটি নান্দনিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনা।
৫. দক্ষিণেশ্বর কালীমন্দির
রাণী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীমন্দির হাওড়াতেই অবস্থিত। মন্দিরটি উনবিংশ শতকে নির্মিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন পুরোহিত ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী গদাধর চট্টোপাধ্যায়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দক্ষিণেশ্বর কালীমন্দির তীর্থের মতো স্থান।
এইচএকে/এএ