‘শোকের মাসে, পিতার পাশে’ নিয়ে যাবে পর্যটন কর্পোরেশন
পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ঘুরে আসার এক দিনের প্যাকেজ ট্যুর ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
পর্যটন কর্পোরেশনের নতুন টয়োটা এসি ট্যুরিস্ট কোস্টারে পরিচালিত হবে এই ট্যুর। খরচ ২৫০০ টাকা। এটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন জানায়, ২৫০০ টাকার প্যাকেজে একজনের সকালের নাস্তা, দুই বেলা স্ন্যাক্স, পদ্মা সেতু ও ভাঙ্গা চত্বর পরিদর্শন, জাতির জনক বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স জিয়ারত, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন, বঙ্গবন্ধুর জন্মভিটা (আদিবাড়ি) পরিদর্শন অন্তর্ভুক্ত থাকবে।
সকাল ৮টায় যাত্রা শুরু করে রাত ৯টায় ঢাকায় ফিরবে গাড়ি। আগ্রহীরা পর্যটন ভবনে গিয়ে সরাসরি অথবা ০১৯৪১৬৬৬৪৪৪, ০১৩০০৪৩৯৬১৭, ০১৮২১৭৩৯০৮৬ নম্বরে ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
১৮ আগস্টের পর প্যাকেজটি আগামী ৯ ও ২৩ সেপ্টেম্বর পুনরায় আয়োজন করা হবে বলে জানিয়েছে পর্যটন কর্পোরেশন।
এআর/এমএইচএস