কুয়াকাটায় পর্যটন কর্পোরেশনের দুই মোটেলে বড় ছাড়
কুয়াকাটায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) পরিচালিত ‘পর্যটন হলিডে হোমস’ ও ‘ইয়ুথ ইন’ মোটেলে বড় ছাড় দেওয়া হয়েছে। চলতি জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই ছাড়ের অফার।
সোমবার (৩ জুলাই) বাপকের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) পরিচালিত কুয়াকাটার ‘পর্যটন হলিডে হোমস’ ও ‘ইয়ুথ ইন’ মোটেলে আবাসনের ওপর অমৌসুমজনিত ডিসকাউন্ট অফার চলছে। এই অফার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এখানে নন-এসি রুমের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ ডিসাকউন্ট এবং এসি রুমের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট অফার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
তিনি বলেন, দেশি-বিদেশি অতিথিদের কুয়াকাটা ভ্রমণে আরও উৎসাহিত করতে এবং তাদের কাছে কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যসম্ভার তুলে ধরতেই বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই প্রয়াস। বাপক’র আরেকটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভ্রমণপিপাসু তরুণরা যাতে অনায়সেই এই ডিসকাউন্ট অফার নিয়ে কুয়াকাটা ভ্রমণ করে আসতে পারে।
দেশি-বিদেশি অতিথিরা বিশ্বের যেকোনো জায়গায় থেকে অনলাইনে (https://hotels.gov.bd/) এই হোটেল-মোটেলের বুকিং দিতে পারবেন। বিস্তারিত তথ্য www.parjatan.gov.bd এর ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।
এআর/জেডএস