ফ্রি ভিসা প্রসেসিংসহ নানা ছাড় পর্যটন মেলায়
রাজধানী ঢাকায় চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। এতে অংশ নিয়েছে দেশ-বিদেশের ৮০টির বেশি প্রতিষ্ঠান। আজ (শুক্রবার) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই মেলায় ভিড় করেছেন ভ্রমণপ্রিয় মানুষজন।
প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ শীর্ষক এ পর্যটন মেলা ঘুরে দেখা যায়, মেলা জুড়ে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে অফারের ছড়াছড়ি।
রুমচাই লিডিটেড নামে একটি প্রতিষ্ঠান ফেব্রুয়ারি মাস জুড়ে ঘোষণা করেছে ভিসা ফেস্টিভ্যাল। মেলায় বুকিং দিলেই আবার সুযোগ রয়েছে ফ্রি ভিসা প্রসেসিংয়ের।
প্রতিষ্ঠানটির রিজার্ভেশন ম্যানেজার সৈয়দ মেহেদী বলেন, মেলা উপলক্ষ্যে আমরা ফ্রি ভিসা প্রসেসিং সার্ভিস চালু করেছি। ভিসা প্রসেসিং-এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে এজেন্সি যে বিল নিত সেটি আমরা নিচ্ছি না। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্যাকেজ রয়েছে। সবগুলোতেই ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট চলছে। আর হজ্জ-উমরার প্যাকেজও মেলায় রাখা হয়েছে।
পর্যটন মেলায় কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, গতকাল ৩২টির মতো ট্যুর বুকিং হয়েছে এবং আরও অনেকগুলো (১৫০ এর মতো) আলোচনা রয়েছে। আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি। মানুষজন আসছেন ঘুরে ফিরে দেখছেন। পছন্দ হলে বুকিং দিচ্ছেন। অধিকাংশ বুকিংই পরিবার কেন্দ্রিক। নিয়মিত পর্যটক হিসেবে ঘোরাফেরা করেন, এর বাইরেও সাধারণ মানুষজন আসেছে। প্রতি চার মাস অন্তর অন্তর এমন আয়োজন করলে অনেক ভালো সাড়া পাবো এবং দেশের পর্যটন খাতও অনেক এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বিমান বাংলাদেশের প্যাভিলিয়নের উপ-ব্যবস্থাপক তানভির আহমেদ বলেন, পর্যটন খাতকে সমৃদ্ধ এবং উন্নত করার জন্য বিমান বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পর্যটন মেলায় আন্তর্জাতিক সকল রুটে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। মেলায় এসে তাৎক্ষণিকভাব কেউ ভ্যালিড পাসপোর্টের ফটোকপি দেখালেই এই বুকিং করতে পারবেন।
পর্যটন মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, গতকাল মেলার ১ম দিনেই বিভিন্ন রুটের ১২৬টি টিকিট বিক্রি হয়েছে। আর মেলা চলাকালীন যে কেউ চাইলে মেলায় না এসেও বিমান বাংলাদেশের ওয়েবসাইট এবং আউটলেট থেকেও এই সুবিধা নিতে পারেন। এ ক্ষেত্রে গ্রাহকরা ‘BIMANDTM24’ প্রোমোকোড ব্যবহার করে ওয়েবসাইট থেকে টিকেট নিতে পারবেন। পেমেন্ট করা যাবে কার্ড এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমেও।
আরেক স্টলে দেখা গেছে, বাই ওয়ান গেট ওয়ান অফার। গো ডট ৫ নামের ওই প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মহিউদ্দিন সজল জানান, কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভিসার দাম অর্ধেক করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটি ভিসার টাকায় দুইটি সুযোগ দেওয়া হয়েছে। আজ এখনও বুকিং হয়নি। তবে গতকাল ৫০টির মতো বুকিং হয়েছে। আজ ছুটির দিন হিসেবেও আমরা ভালো সাড়া পাবো বলে প্রত্যাশা করছি।
ভ্রমণকে মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে মেলায় রয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের স্টলও। স্টলের প্রতিনিধি মোবাশ্বের মকবুল বলেন, মূলত আমরা দেশের বিভিন্ন স্থানের টুরিস্ট স্পটগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। ঢাকার ভেতরে এবং বাইরে যে সব স্পট রয়েছে সেসব স্পট সম্পর্কে মানুষকে জানাচ্ছি। মেলায় মানুষজন আসছেন এবং সার্বিক বিষয়ে আমাদের কাছে জানতে চাইছেন। আমরাও তাদের সর্বাত্মক সহযোগিতা করছি।
মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্রেনিং ইন্সটিটিউট, মেডিক্যাল ট্যুরিজম এজেন্সিসহ ভ্রমণ ও পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর দর্শনার্থীদের জন্য বিশেষ মূল্যছাড় দিচ্ছে। মূল্যছাড়ের আওতায় রয়েছে এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট আবাসন, ভ্রমণ প্যাকেজ।
মূলত, বাংলাদেশ মনিটর ২০০২ সালে দেশের প্রথম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ প্রবর্তন করে। এর পর থেকে প্রতি বছর মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলাটি ঢাকা ট্রাভেল মার্টের ১৯তম সংস্করণ।
আরও পড়ুন
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। মেলার শেষ দিনে এন্ট্রি টিকিটের ওপর গ্র্যান্ড র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে জেদ্দা, মদিনা, মালদ্বীপ, দুবাই, ব্যাংকক, দিল্লি, মুম্বাই, কলকাতা, কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রামের রিটার্ন টিকিটসহ নানা পুরস্কার থাকছে।
আরএইচটি/এনএফ