ফার্স্টট্রিপ নিয়ে এলো নতুন ফিচার ‘কম্বো ফ্লাইট’

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ চালু করেছে তাদের নতুন ফিচার ‘কম্বো ফ্লাইট’। এর মাধ্যমে এক বুকিংয়েই দুটি ভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট মিলিয়ে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। ফলে গ্রাহকরা এখন আরও সাশ্রয়ী ও সহজভাবে ভ্রমণ করতে পারবেন।
এই কম্বো ফ্লাইট ফিচার ব্যবহার করে গ্রাহকরা সুবিধামতো দুইটি ভিন্ন এয়ারলাইন্সের টিকেট এক বুকিংয়েই কেটে ফেলতে পারবেন, এতে গ্রাহকদের ভ্রমণ হবে আরও সহজ ও সাশ্রয়ী। এই ফিচারটি সাশ্রয়ী ভাড়া বা ফ্লেক্সিবল শিডিউল খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য একদম পারফেক্ট অপশন, যেখানে এক ট্রিপেই পাওয়া যাবে দুই এয়ারলাইন্সের ভ্রমণ এক্সপেরিয়েন্স।
ফার্স্টট্রিপের হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসেন বলেন, ফার্স্টট্রিপ সবসময় চায় গ্রাহকদের ভ্রমণ হোক আরও সহজ ও স্মার্ট। ‘কম্বো ফ্লাইট’ ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট মিলিয়ে নেওয়ার সুযোগ থাকছে, যা আমাদের গ্রাহকদের সাশ্রয়ী দামে নতুন ভ্রমণের এক্সপেরিয়েন্স দেবে।
তিনি আরও বলেন, নতুন এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, গ্রাহকরা পাচ্ছেন এক ট্রিপে দুই এয়ারলাইন্সের ট্রাভেল এক্সপেরিয়েন্স। গ্রাহকরা তাদের ইচ্ছামতো যাওয়ার সময় এক এয়ারলাইন আর ফেরার সময় অন্য এয়ারলাইন বেছে নিতে পারবেন, ফলে যাত্রা হবে একদম নিজের মতো। ফ্লাইটের সময় নিয়েও থাকছে পুরো স্বাধীনতা। এতে ভাড়াও হবে সাশ্রয়ী, কারণ একই এয়ারলাইন্সের যাওয়া আসার টিকিটের চেয়ে কম্বো ফ্লাইট ফিচারের মাধ্যমে খরচ হবে অনেকাংশে কম। এছাড়াও বুকিং প্রক্রিয়া একেবারেই ঝামেলাহীন। এক ক্লিকে হয়ে যাবে বুকিং, সঙ্গে পাওয়া যাবে ইনস্ট্যান্ট কনফারমেশন আর ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধা।
আরও পড়ুন
এই ফিচার এখন ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে এবং বর্তমানে এটি শুধু ডোমেস্টিক রুটগুলোর জন্য চালু হয়েছে।
যারা ফিচারটি ব্যবহার করেছেন তারা জানিয়েছেন, আগের ট্র্যাডিশনাল উপায়ে একই এয়ারলাইন্সের টিকিট কেনার চেয়ে এই কম্বো ফ্লাইট টিকেট অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি।
ফার্স্টট্রিপের এই নতুন ফিচার ট্রাভেলিং সেক্টরে ডিজিটাল ইনোভেশনের একটি বিশেষ পদক্ষেপ, যা বাংলাদেশি যাত্রীদের জন্য বিশ্বমানের ভ্রমণের সুযোগ তৈরি করছে।
কম্বো ফ্লাইট ফিচারটি ব্যবহার করতে এবং বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন : www.firsttrip.com
এমএন
