দক্ষিণ এশিয়ায় পোর্তো বিজনেস স্কুলের অফিশিয়াল কনসালট্যান্ট ‘ট্রাভেলারকি’

ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পর্তুগালের পোর্তো বিজনেস স্কুল (পিবিএস) দক্ষিণ এশিয়ায় তাদের শিক্ষার্থী নিয়োগ ও প্রচারের জন্য অফিশিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে ‘ট্রাভেলারকি’কে নিয়োগ দিয়েছে। এই অংশীদারিত্বের আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে ভর্তির ক্ষেত্রে সরাসরি তথ্য ও দিকনির্দেশনা পাবেন।
বিশ্বমানের শিক্ষা ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা পিবিএস এখন থেকে ট্রাভেলারকির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের অ্যাকাডেমিক কার্যক্রমের প্রসার ঘটাবে। এই সহযোগিতার ফলে ট্রাভেলারকি মূলত বিপণন, প্রচার এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করবে। পিবিএসের যোগাযোগনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অফার, লিফলেট ও তথ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে সংস্থাটি।
পোর্তো বিজনেস স্কুলের ডিন ও প্রেসিডেন্ট জোসে এস্তিভস এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা ডাল্টন জহির ও ট্রাভেলারকিকে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে স্বাগত জানাই। পর্যটন ও আতিথেয়তা খাতে তার ২৪ বছরের অভিজ্ঞতা পিবিএসের আন্তর্জাতিক ছাত্র সম্প্রদায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আন্তর্জাতিক বাণিজ্যে পিবিএসের ডিরেক্টর জোয়াও কোয়েলহো ডি ম্যাগালহায়েস বলেন, ‘পিবিএসে আমরা বিশ্বাস করি নেতৃত্ব হলো অন্বেষণ ও বৃদ্ধির এক যাত্রা। আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার সরঞ্জাম দিয়ে সজ্জিত করি।’ এ ছাড়া অ্যাডমিশন ডিরেক্টর অ্যাঞ্জেলিক গার্সিয়া আসন্ন শিক্ষাবর্ষে শক্তিশালী প্রচার ও শিক্ষার্থী নিয়োগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পিবিএস ইউরোপের অন্যতম প্রভাবশালী বিজনেস স্কুল, যা ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) র্যাঙ্কিংয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক অবস্থানে রয়েছে। এটি বিশ্বের মাত্র কয়েক শতাংশ প্রতিষ্ঠানের মধ্যে একটি যাদের রয়েছে ‘ট্রিপল ক্রাউন’ স্বীকৃতি (এএমবিএ, এএসিএসবি এবং ইএফএমডি)। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো এমবিএ স্বীকৃতি নবায়ন করেছে।
ট্রাভেলারকির প্রতিষ্ঠাতা ও সিইও ডাল্টন জহির এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য গৌরবের মুহূর্ত বয়ে এনেছেন। পর্যটন, জনসংযোগ ও আন্তর্জাতিক ব্যবসা উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জহির বর্তমানে ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটির ইউরোপীয় প্রেসিডেন্ট ও পর্তুগাল শাখার প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি এফবিসিসিআই এবং টিডিএবি-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।
এ ছাড়া তিনি ব্র্যাক সার্ভিসেস, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং অ্যাপল ও মটোরোলার মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন।
বিআরইউ