লোড হচ্ছে ...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই চীনা যাত্রীর শরীর থেকে ৩১টি মোবাইল জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (১৯ এপ্রিল) কাস্টমসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যাত্রীদের নাম-ট্যান লেই ও রাং মিয়ামি।
কাস্টম হাউস সূত্র জানায়, জব্দ করা মোবাইলগুলো আমদানি নিষিদ্ধ পণ্যের আওতায় পড়ে। যাত্রীরা বিমানবন্দরে আসার সময় কোনো ধরনের ব্যাগেজ ঘোষণা দেননি। যাত্রীদের মধ্যে ট্যান লেইয়ের শরীর থেকে ১১টি ও রাং মিয়ামির কাছ থেকে ২০টি মোবাইল সেট পাওয়া যায়। যা কৌশলে শরীরের বিভিন্ন অংশে স্কচটেপ দিয়ে লাগানো ছিল ।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
বিজ্ঞাপন