লোড হচ্ছে ...
সাঁই সাঁই করে ছুটছে গাড়ি। গাড়ির জানালার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যাচ্ছে মেঘ। সর্পিল আকৃতির সড়ক বেয়ে গাড়ি উঠছে উপরের দিকে, তিন হাজার ফুটের বেশি উঁচুতে; যেখানে মেঘের শীতল পরশ বুলিয়ে দেয় শরীর; হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় মেঘ। আশপাশে শুধু পাহাড় আর পাহাড়। যেগুলোর চূড়ায় ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
বিজ্ঞাপন