লাগামহীন করোনাতেও মাস্ক পরতে অনীহা

© শাকিল আহাম্মদ

;

সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার মোকাবিলায় ঘরের বাইরে গেলে মাস্ক পড়া বাধ্যতামূলক। কিন্তু মাস্ক পরতে অনাগ্রহী মানুষের সংখ্যা প্রচুর।

;

রাজধানীর নতুন বাজারের কাঁচাবাজারে ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই।

© শাকিল আহাম্মদ

;

নারী ক্রেতারা মুখ ঢেকেছেন শাড়ির আঁচল বা বোরকা দিয়ে।

© শাকিল আহাম্মদ

;

ফলের দোকানদারও মাস্ক পরতে অনিচ্ছুক।

© শাকিল আহাম্মদ

;

মাস্ক না পরার কারণ জানতে চাইলে হেসে দিচ্ছেন ফিক করে। কেউ বললেন, আমরা করোনার চেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী!

© শাকিল আহাম্মদ

;