সৃজিত-মিথিলার ওয়ার্ল্ড হেরিটেজ ভ্রমণ

© ইনস্টাগ্রাম

;

সিকিমের পাঠ চুকিয়ে মেয়েকে নিয়ে এবার অজন্তা ও ইলোরার ঐতিহাসিক নিদর্শন দেখতে চলে গেলেন সৃজিত-মিথিলা। 

© ইনস্টাগ্রাম

;

সেই ছবিও ইনস্টাগ্রামে ২২ জানুয়ারি (শুক্রবার) প্রকাশ করেন মিথিলা। যেখানে দেখা যাচ্ছে মেয়েকে মহারাষ্ট্রের দর্শনীয় স্থান ঘুরে দেখাচ্ছেন।

© ইনস্টাগ্রাম

;

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে অজন্তা ও ইলোরা। ১৯৮৩ সাল এই স্বীকৃতি পায় স্থান দুটি। 

© ইনস্টাগ্রাম

;

অজান্তায় রয়েছে গভীর লম্বা গিরিখাতের পাথর কেটে খোদাই করা প্রায় ৩০টি গুহা ও স্তম্ভ। যেখানে আরও রয়েছে  তৎকালীন বৌদ্ধধর্মীয় শিল্পের উৎকৃষ্ট নিদর্শন।

© ইনস্টাগ্রাম

;

বুদ্ধের জীবনের বিভিন্ন সময়ের ঘটনা বর্ণিত রয়েছে অজান্তার স্তম্ভগুলো দেয়ালে। ফ্রেস্কো ধাঁচের এই দেয়ালচিত্রগুলোর জীবন্তরূপ এবং এগুলো তে নানা রঙের সমৃদ্ধ ও সূক্ষ্ম প্রয়োগ এগুলোকে ভারতের বৌদ্ধ চিত্রশিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শনে পরিণত করেছে। 

© ইনস্টাগ্রাম

;

ইলোরা আরও একটি ঐতিহাসিক স্থান। যেখানে রয়েছে ৩৪টি গুহা। যেগুলো চরনন্দ্রী পাহাড়ের অভ্যন্তর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে। 

© ইনস্টাগ্রাম

;

ইলোরায় যেখানে রয়েছে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের ঐতিহাসিক মন্দির। এই স্থানে হিন্দু ধর্মের ১৭টি, বৌদ্ধ ধর্মের ১২টি, ও জৈন ধর্মের ৫টি মন্দির রয়েছে। 

© ইনস্টাগ্রাম

;