বরুণ-নাতাশার বিয়ে

© ইনস্টাগ্রাম

;

গোলাপি আভায় রূপালি সাজে বরুণের হাত ধরে রেখেছে নাতাশার হাত। অগ্নি সাক্ষী রেখে, মালা বদল করে বাকী জীবনটা একসঙ্গে থাকার শপথ নিলেন তারা। 

© ইনস্টাগ্রাম

;

২০ বছরের বন্ধুত্ব ও ১৪ বছরে প্রেম শেষে অবশেষে গাঁটছড়া বাঁধলেন বরুণ-নাতাশা।

;

২৪ জানুয়ারি (রোববার) সকাল থেকে টুইটারে ট্রেন্ডিং তালিকার প্রথমে ছিল বরুণ নতাশার বিয়ে।

;

বরুণ-নাতাশা বিয়ের সময়টা আগেই ঠিক ছিল। গোধূলি লগনে গাঁটছড়া বাঁধবেন তারা। সাসওয়াল হ্রদের পাশে মালা বদল হবে। তাইতো আলীবাগের ম্যানসন হাউজকে বেছে নেওয়া।

;

দুপুর ২টায় রিসোর্টে প্রবেশ করেন পুরোহিত। তার কিছুক্ষণ পর থেকে পাওয়া যায় ঢোলের আওয়াজ। পুরোপুরি পাঞ্জাবি ঐতিহ্য মেনে বিয়ে হয়েছে বরুন-নতাশার। এই রীতির বিয়েতে নাচ থাকে প্রধান ভূমিকা। আর সেই নাচগানের অনুষ্ঠানের আয়োজন করেন করণ জোহর।

;

ভক্তদের ধারণা ছিল অন্য তারকাদের মত বরুণের বিয়েও হবে বিদেশের মাটিতে। কিন্তু বিয়ে নিয়ে এত বিশাল কোনো ভাবনা ছিল না বরুণ-নাতাশার। তাই দেশের মাটিতে নিজেদের প্রিয় একটা জায়গাকে বেছে নিয়েছেন তারা।

;