সুশান্ত সিং রাজপুত

;

বালাজি টেলিফিল্মস প্রযোজিত ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ টিভি ধারাবাহিক দিয়ে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু সুশান্ত সিং রাজপুতের। এতে তিনি প্রিত জুনেজার চরিত্রে অভিনয় করেন। এরপর ২০০৯ সালে অভিনয় করেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক নাটকে। 

;

দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় ভারতে সপ্তম স্থান অর্জন করেন সুশান্ত। `ফিজিক্স ন্যাশনাল অলিম্পিয়ার্ডে’ বিজয়ীও হন তিনি। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ইঞ্জিনিয়ার হওয়ার যাত্রাপথে হঠাৎ থিয়েটার নিয়ে আগ্রহী হন সুশান্ত। মোটা মোটা ইঞ্জিনিয়ারিংয়ের বইয়ের ফাঁকে অভিনয়ের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।

;

দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় নামকরা ড্যান্স গ্রুপ ব্যারি ড্যান্সের সঙ্গে যোগাযোগ হয় সুশান্ত সিংয়ের। তিনি এতটাই ভাল ড্যান্স করত যে ব্যারি ড্যান্স গ্রুপ তাকে স্থায়ী ডান্স মেম্বার করে নেয়। এরপর তিনি কোরিওগ্রাফার হয়ে বেশ কিছু দেশি ও আন্তর্জাতিক ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গ্রুপ ডান্স করেছেন।

;

সুশান্ত সিং রাজপুত ২০১০ সালে ‘ঝলক দিখলা যা ৪’-এ অংশগ্রহণ করেন। সেখানে ‘মোস্ট কনসিস্টেন্ট পারফর্মার’ পুরস্কার অর্জন করেন। এরপর ২০১১ সালে তিনি ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক ছেড়ে দেন। কারণ তখন সিদ্ধান্ত নেন এবার সিনেমায় ক্যারিয়ার গড়বেন তিনি।

;

২০১৩ সালে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। সে বছর ২২ ফেব্রুয়ারি মুক্তি পায় প্রথম সিনেমা ‘কই পো চে’। এটি পরিচালনা করেন অভিষেক কাপুর। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ান এই প্রয়াত অভিনেতা। 

;

বলিউডের সবচেয়ে ব্যবসাসফল জীবনীচিত্র ‘এমএস ধোনি’। এতে সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধনীর চরিত্রে। সিনেমায় তার দুর্দান্ত অভিনয় এখনও দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়ান। 

;

আত্মহত্যার মাধ্যমে বিদায় নিয়েছিলেন সুশান্ত। অথচ তার সিনেমা ‘ছিঁছোড়ে’র এক ডায়লগে তিনি বলেছিলেন, ‘আত্মহত্যা কোন সমাধান না।’সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এতে তার বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। 

;

২০২০ সালের ১৪ জুন ৩৪ বছর বয়সে মারা যান সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ে বান্দ্রাতে তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি যে ইতোপূর্বে তিনি প্রায় ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন এবং সে কারণে তার চিকিৎসা চলছিল।যদিও সুশান্তের অগণিত ভক্তগণ এই তথ্য মানতে নারাজ। তাদের দাবি যে সুশান্তকে সালমান খান ও কারান জোহারের দোসররা হত্যা করেছে।

;

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনেতার পরিবার ও অনুগামীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। অভিনেতার আত্মার শান্তি কামনা করে তিনি টুইটে বলেন, ‘সুশান্ত সিং রাজপুত এক উজ্জ্বল তরুণ অভিনেতা, খুব তাড়াতাড়ি চলে গেলেন। টিভিতে ও সিনেমায় তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন। বিনোদন জগতে তার উত্থান অনেককে অনুপ্রাণিত করেছে। তিনি বেশ কয়েকটি স্মরণীয় পারফরম্যান্স রেখে গেছেন। তার মৃত্যুতে আমি শোকাহত।’

;