মাসুমা রহমান নাবিলা

© ফেসবুক

;

২০০৬ সালে বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ ম্যাগাজিন অনুষ্ঠানে উপস্থাপনার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু নাবিলার। এর পর তিনি এনটিভির লাইভ কুইজ অনুষ্ঠান ‘জানার আছে বলার আছে’ এবং বাংলাভিশনে প্রচারিত আরজে নিরবের সঙ্গে উপস্থাপনা করেন ‘মিউজিক টুগেদার’ দিয়ে বেশ জনপ্রিয়তা পান।

© ফেসবুক

;

নাবিলার মডেলিং ক্যারিয়ার শুরু ২০০৬ সালে। প্রথম বিজ্ঞাপন করেন মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায়। পরবর্তীতে বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাকে মডেল হিসেবে দেখা যায়।

© ফেসবুক

;

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যায় নাবিলাকে। এছাড়াও আইসিসি বিশ্ব টোয়েন্টি ২০ থেকে ১০০ দিনের কাউন্টডাউনে উপস্থাপনা করেছেন। যা তার ক্যারিয়ারে অন্যতম এক সফলতা।

© ফেসবুক

;

নাবিলা ‘আয়নাবাজি’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। হাফ স্টপ ডাউনের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেন অমিতাভ রেজা চৌধুরী। এতে চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান এবং গাওসুল আলম শাওনসহ অনেকে অভিনয় করেছেন।

© ফেসবুক

;

‘আয়নাবাজি’তে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন নাবিলা। প্রথম সিনেমা দিয়ে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পান তিনি। এছাড়া একই বিভাগে ‘বাচসাস’ পুরস্কার অর্জন করেন এই তারকা।

© ফেসবুক

;

নাবিলার দ্বিতীয়  সিনেমা ‘আগস্ট ১৯৭৫’। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সংগঠিত বাংলাদেশের শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের রাত ও পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালা বদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে চলচ্চিত্রটির কাহিনি রচিত। এতে নাবিলা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, তাসকিন রহমান, তানভিন সুইটি, দিলারা জামান প্রমুখ।

© ফেসবুক

;

নাবিলা ক্যারিয়ারে একটিই নাটকে অভিনয় করেন। ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ শিরোনামে নাটকটি প্রচারিত হয়েছিল জিটিভিতে। এতে অভিনয় করেছিলেন শ্রীয়া সর্বজয়া, জান্নাতুল ফেরদৌস পিয়া, ডিজে সোনিকা এবং মারিয়া নূর। পরিচালনা করেন মাবরুর রশিদ বান্নাহ, ইমরাউল রাফাত ও গৌতম কৌরি। 

© ফেসবুক

;

নাবিলা সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেন। তার বাবা লুৎফর রহমান সেখানে একটি বেসরকারি ফার্মে একজন নিরীক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দায় পড়াশোনা করেন। এসএসসি শেষ করে ঢাকায় চলে আসেন। এরপর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তার এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে গ্র্যাজুয়েশন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে।

© ফেসবুক

;

২০১৮ সালে বিয়ে করেন নাবিলা। তার স্বামীর নাম জোবাইদুল হক রিম। সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

© ফেসবুক

;