সালমান খান

;

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় জীবন শুরু করেন সালমা খান। এতে তিনি পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। জে কে বিহারি পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন রেখা।

;

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দিয়ে ১৯৮৯ সালে সালমান খান প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এটি তখন সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা। এর জন্য সালমান ৩৫তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হন।

;

সালমান খানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ১৯৯০ সালে মুক্তি পাওযা ‘বাঘি’। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে। পরের বছর তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো ‘সানাম বেওয়াফা’, ‘পাথার কে ফুল’, ‘কুরবান’, ‘সাজান’ ও ‘লাভ’। ক্যারিয়ারে প্রথম এক বছরে এতগুলো সিনেমা মুক্তি পায় তার। 

;

নব্বই দশকের ক্যারিয়ারে সালমান খান পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে প্রেমে জড়ান। সেই প্রেমের অবসানের পর পরই ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’-এর সেট থেকে প্রেমে জড়ান ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। 

;

১৯৬৫ সালের ২৭শে ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান খান। তিনি চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় পুত্র। সালমানের বাবা সেলিম খান অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত হলেও একটা সময়ে তিনি পুলিশ কর্মকর্তা ছিলেন।

;

সালমান খান গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি ও তার ছোট ভাই আরবাজ কয়েক বছর পড়াশোনা করেন। এরপর তিনি মুম্বইয়ের বান্দ্রার সেন্ট স্ট্যানিসলস হাই স্কুল থেকে তার স্কুলজীবন শেষ করেন। পরে তিনি মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু আর পড়াশোনা করতে পারেননি।

;

প্রশংসার পাশাপাশি বিভিন্ন বিতর্কেও জড়িয়েছেন সালমান খান। ১৯৯৮ সালে জোধপুরে ‘হাম সাথ-সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের ফাঁকে নিজের রাইফেল থেকে গুলি করে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন। সেই মামলায় ২০১৮ সালের ৫ এপ্রিল তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর দুদিন পর তিনি ৭ এপ্রিল জামিন পান তিনি। 

;

পরিবারের প্রতি সালমান খানের ভালোবাসা ও দায়িত্ববোধের জন্য সবসমই দেখা গেছে। প্রায় অচেনা মানুষকে সাহায্য করেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে কয়েকবছর আগে তিনি ‘বিইং হিউম্যান’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান শুরু করেন যারা টি-শার্ট ও অন্যান্য পণ্য বিক্রি করে মুনাফার টাকা দিয়ে দাতব্য কার্যক্রম পরিচালনা করে থাকে।

;

সালমান খানের সিনেমার সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বড় পর্দার পাশাপাশি তার টিভি শো বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০১০ সালে তার প্রথম শো ‘দশ কা দাম’। এরপর তিনি ‘বিগ বস ৪’ উপস্থাপনা করেন। এর শোয়ের শেষ আসর পর্যন্ত সালমান খানকেই উস্থাপনার আসরে দেখা গিয়েছে। 

;