কাজল

© ফেসবুক

;

বলিউডে কাজলের অভিষেক ঘটে মাত্র সতেরো বছর বয়সে। ১৯৯২ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘বেখুদি। যেখানে তার চরিত্রের নাম ছিল রাধিকা। তবে এটি বক্স অফিসে ব্যর্থ হয়। কিন্তু কাজলের অভিনয় দৃষ্টি কাড়ে সবার।

© ফেসবুক

;

১৯৯৩ সালে কাজল পরিচালক যুগল আব্বাস-মাস্তানের ‘বাজীগর’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। এতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন তিনি। যা বলিউডের এখন পর্যন্ত অন্যতম ব্যবসাসফল সিনেমা। এরপর আর ফিরে তাকাতে হয়নি এই নায়িকাকে।

© ফেসবুক

;

১৯৯৪ সালে মুক্তি পায় কাজলের ‘ইয়ে দিললাগি’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেনে অক্ষয় কুমার ও সাইফ আলী খান। তার ক্যারিয়ারের শুরুতে অন্যতম সফল সিনেমা এটি। যা তাকে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্ম অ্যাওয়ার্ড এনে দেয়।

© ফেসবুক

;

১৯৯৫ সালে কাজল দুটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। সেগুলো রাকেশ রোশান পরিচালিত ‘কারান অর্জুন’ এবং আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। সিনেমা দুটি তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। 

© ফেসবুক

;

বলিউডের পাশাপাশি তামিল সিনেমাতেও দেখা গিয়েছিল কাজলকে। ১৯৯৭ সালে তিনি ‘মানসারা তানাভু’তে অভিনয় করেন। তবে হিন্দি সিনেমার এই সুপারহিট নায়িকার তামিল যাত্রা শুভ ছিল না। বক্স অফিসে ব্যর্থ হয়েছিল সিনেমাটি। 

© ফেসবুক

;

২০০০ সালে কাল অজয়ের প্রযোজনায় ‘রাজু চাচা’ সিনেমায় অভিনয় করেন। ৩০০ মিলিয়ন রুপি ব্যয়ে নির্মিত শিশুতোষ সিনেমাটি সে সময়ে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল প্রোডাকশন ছিল। কিন্তু মুক্তির পর এটি বক্স অফিসে ব্যর্থ হয়।

© ফেসবুক

;

২০০১ সালে করণ জোহর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় অভিনয় করেছেন কাজল। এটি ভারতে ব্লকবাস্টার এবং ২০০৬ সালের আগে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা ছিল। এতে আরও অভিনয় করেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশান, ও কারিনা কাপুর।

© ফেসবুক

;

২০১০ সাল পর্যন্ত ইন্ডাস্ট্রিতে প্রায় নিয়মিত ছিলেন কাজল। সেই বছর মুক্তি পায় তার ‘মাই নেম ইজ খান’সহ ৩টি সিনেমা। তবে এরপরই ৫ বছরের বিরতিতে যান এই অভিনেত্রী। ফেরেন ২০১৫ সালে ‘দিলওয়ালে’ দিয়ে। যেখানে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

© ফেসবুক

;

১৯৯৯ সালের ২৪শে ফেব্রুয়ারি দেবগনের বাড়িতে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় পদ্ধতিতে এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন অজয় ও কাজল। তাদের বিয়ে গণমাধ্যমের ব্যাপক আলোচনার বিষয় হয়েছিল, অনেকে সদস্যই কাজলের কর্মজীবনের শীর্ষে অবস্থানকালীন তার বিবাহের এই সিদ্ধান্তের সমালোচনা করেন।

© ফেসবুক

;