আজমেরি হক বাঁধন

© ফেসবুক

;

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দিয়ে শোবিজে পথচলা শুরু আজমেরি হক বাঁধনের। এরপর তিনি নিয়মিত ধারাবাহিক ও একক নাটকে অভিনয় শুরু করেন। মডেল হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা।

© ফেসবুক

;

অভিনয়ের বাইরে বাঁধন একজন দন্ত চিকিৎসকও। ২০০৯ সালে তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজের অধীনে এই বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। তবে পেশা হিসেবে চিকিৎসাকে বেছে নেওয়ার পরিকল্পনা থাকলেও অভিনয়েই তিনি সবসময় মনযোগী।

© ফেসবুক

;

২০১০ সালের ৮ সেপ্টেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ী মাশরুর হোসেন সনেটকে বিয়ে করেন আজমেরি হক বাঁধন। পরের বছরের ৬ অক্টোবর কন্যা সন্তানের মা হন তিনি। কিন্তু সেই সংসার টেকেনি বেশিদিন। প্রায় চার বছর সংসার করার পর ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

© ফেসবুক

;

বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই রয়েছেন বাঁধন। অনেকদিন শোবিজের বাইরেই ছিলেন তিনি। সন্তান ও নিজেকে সময় দিয়েছেন। এরপর ২০১৮ আবারও আলোচনায় আসেন। অভিনয়ে ফিরতে নতুন লুকে ফিরেছিলেন এই তারকা।

© ফেসবুক

;

বাঁধন কাজে ফিরে জাজ মাল্টিমিডিয়ার একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। যার জন্য ফিটনেস থেকে শুরু করে নিজের মধ্য অনেকটাই পরিবর্তন এনেছিলেন তিনি। রাজধানীর ঢাকা ক্লাবে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেদিন ঘোষণা করা হয়, লাক্স তারকা বাঁধন আবার চলচ্চিত্রে অভিনয় করবেন। কিন্তু শুটিংয়ের ব্যক্তিগত কারণে সিনেমা থেকে সরে যান। 

© ফেসবুক

;

তবে এর আগে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘নিঝুম অরণ্যে’ নামের একটি সিনেমা অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। মুশফিকুর রহমান-প্রযোজিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সজল। এটি এই তারকার একমাত্র সিনেমা।

© ফেসবুক

;

অনেকদিন পর্দায় উপস্থিত ছিলেন না আজমেরি হক বাঁধন। ভক্তরাও অপেক্ষায় ছিলেন আবারও কবে দেখবেন প্রিয় তারকাকে। সেই অপেক্ষার অবসান হচ্ছে শিগগিরই। সেটিও কলকাতার প্রোডাকশন দিয়ে। সেখানে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। 

© ফেসবুক

;

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ শিরোনামে ওয়েব সিরিজে অভিনয় করেছন বাঁধন। যার পরিচালক কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এটি লিখেছেন বাংলাদেশি লেখক নাজিম উদ্দিন। এতে ‘মুসকান’ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

© ফেসবুক

;

বাঁধনের ক্যারিয়ারের অন্যতম কাজ সৃজিতের ওয়েব সিরিজটি। এর মধ্য দিয়ে কলকাতার গুণী তারকাদের সঙ্গে কাজের সুযোগ হয়েছে তার। শুরুতে এজন্য কিছুটা নার্ভাস ছিলেন তিনি। তবে কাজ করতে গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায় এক সময়। এছাড়াও দেশের দুটি সিনেমায় দেখা যাবে তাকে। এরমধ্যে একটির সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

© ফেসবুক

;