যাদের হাতে উঠল ৯৩তম অস্কার

;

সেরা পরিচালক

এশিয়ার প্রথম নারী পরিচালক হিসেবে ইতিহাস গড়লেন ক্লোয়ে ঝাও। অস্কারের ৯৩তম আসরে ‘নোম্যাডল্যান্ড’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে বিজয়ী হন তিনি। এটি ২০২০ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। 

;

সেরা সিনেমা

এবার অস্কার আসরে সেরা সিনেমা ‘নোম্যাডল্যান্ড’। ৬০ বছরের বেশি এক বিধবা মহিলার জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘নোম্যাডল্যান্ড’। চাকরি হারানোর পর কীভাবে মাত্র একটি ভ্যানকে সম্বল করে জীবন যুদ্ধে বিজয়ী হয়, তা নিয়েই এই সিনেমা। 

;

সেরা অভিনেতা

৯৩তম অস্কারের সেরা অভিনেতার পুরস্কার পান অ্যান্থনি হপকিন্স। তিনি ‘দ্য ফাদার’ সিনেমারয় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এবারের অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও এই তারকা।

;

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রীর পুরস্কার পান ‘নোম্যাডল্যান্ড’-এর ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। সিনেমায় ফার্ন চরিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন তিনি। এ নিয়ে তৃতীয়বার অ্যাকাডেমিক পুরস্কার পেলেন এই তারকা। এর আগে ১৯৯৭ ও ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার অর্জন করেছেন।

;

সেরা সহ-অভিনেতা

সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পান তোলেন ৩২ বছর বয়সী এই অভিনেতা। এর আগে তিনি ‘গেট আউট’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

;

সেরা সহ-অভিনেত্রী

৭৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইয়া-জাং উন পেলেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার। ‘মিনারি’ সিনেমায় দারুণ অভিনয় করে এই বিভাগে বিজয়ী হলেন তিনি। এবারই প্রথম এই অভিনেত্রীর হাতে উঠল বিশ্ব সিনেমার সর্বোচ্চ এই পুরস্কার।

;

সেরা গান

‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মোসিয়েহ’ সিনেমার ‘ফাইট ফর ইউ’ গানের জন্য অস্কার পেলেন মার্কিন গায়িকা হার। ক্যারিয়ার শুরুর অল্প সময়ের মধ্যে এত বড় সফলতা পেলেন ২৩ বছর বয়সী এই তারকা। এর আগে গানটি কয়েকটি পুরস্কার আসরে মনোনয়ন পেয়েছিল।

;

সেরা চিত্রনাট্যকার

‘প্রমিসিং ইয়ং ওম্যান’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার (মৌলিক) হিসেবে অস্কার জয় করলেন এমেরাল্ড ফেনেল। কিছুদিন আগেই এই তারকার অন্তঃসত্তার খবর প্রকাশ হয়েছিল। এরপর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড মঞ্চে তার উপস্থিতি অনিশ্চিয়তা থাকলেও শেষ পর্যন্ত দেখা গেল তাকে।

;

সেরা সিনেমাটোগ্রাফি

‘ম্যাংক’-এর জন্য সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে পুরস্কার পান এরিক। এটি সেরা সিনেমার বিভাগেও মনোনয়ন পায়। যুক্তরাষ্ট্রে ১৩ নভেম্বর ডেভিড ফিঞ্চার পরিচালিত ‘ম্যাংক’ মুক্তি পায়। ‘সিটিজেন কেইন’-এর নির্মাণের ঘটনা নিয়ে আত্মজীবনীমূলক সিনেমা ‘ম্যাংক’।

;

সেরা অ্যানিমেটেড সিনেমা

সেরা অ্যানিমেটেড সিনেমা ‘সোল’। আমেরিকান কম্পিউটার-অ্যানিমেটেড ফ্যান্টাসি কমেডি-ড্রামা সিনেমা এটি। যা প্রযোজনা করে পিক্সার অ্যানিমেশন স্টুডিও। ডিস্ট্রিবিউটর ছিল ওয়ার্ল্ড ডিজনি পিকচার্স। এটি ২০২০ সালের ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায়।

;