ছেলেকে কোলে নিয়ে শুভশ্রীর বৃক্ষরোপণ

© ইনস্টাগ্রাম

;

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ পালন করে। দিনটি উপলক্ষে নতুন উদ্যোগ নিলেন টলিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী।

© ইনস্টাগ্রাম

;

বৃক্ষরোপণ করলেন শুভশ্রী। নিজের বাড়ির বাগানেই চারাগাছ লাগালেন তিনি। আর তার সঙ্গী ছেলে, ছোট্ট ইউভান।

© ইনস্টাগ্রাম

;

শুভশ্রীর কোলে ইউভান। গোল গোল চোখে বোঝার চেষ্টা করছে মা কী করছে। কোনও ছবিতে আবার সে হাতে মাটি নিয়ে খেলছে।

© ইনস্টাগ্রাম

;

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবিগুলি শেয়ার করেছেন নায়িকা। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আজ 'বিশ্ব পরিবেশ দিবস’-এ আসুন সকলে আমাদের ‘প্রকৃতি মা’কে বাঁচানোর শপথ গ্রহণ করি।

© ইনস্টাগ্রাম

;

প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা মহামারিতে বুঝতে পেরেছেন। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা।

© ইনস্টাগ্রাম

;

শুভশ্রী নিজেও কয়েকদিন আগে জয় করেছেন কোভিড। গত বছর আক্রান্ত হয়েছিলেন স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ও তার বাবা কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী। আর সেই জীবনযুদ্ধে হেরে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

© ইনস্টাগ্রাম

;

জীবনদায়ী অক্সিজেনের সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। করোনা ছাড়াও ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সব মিলিয়ে আমাদের পরিবেশ যেন বারবার জানান দিচ্ছে দীর্ঘ ধরে চলে আসা নানা অত্যাচার ও অবহেলা বন্ধ হোক। পরিবেশ দিবসে সেটিই শুভ্রশ্রীর প্রার্থনা।

© ইনস্টাগ্রাম

;

করোনা শুভশ্রী কাছের মানুষ হারিয়েছেন, তাই হয়তো তাগিদটা আরও একটু বেশি। নায়িকা নিজের হাতে ইউভানকে শেখাচ্ছেন সৃজনশীল কাজ। মা ছেলের সুন্দর কেমিস্ট্রি ধরা পড়ছে প্রতিটা ফ্রেমে। 

© ইনস্টাগ্রাম

;

শুভশ্রীর প্রত্যাশা পৃথিবীর প্রতিটি মানুষ পরিবেশ নিয়ে সচেতন হবেন। প্রকৃতি নষ্ট হোক এমন কাজ করবেন না।

© ইনস্টাগ্রাম

;