কমলা রঙে মোহময়ী মিম

;

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘায় জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লাতে ছিলেন বেশ কিছু সময়।

;

পড়াশোনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে।

;

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পা রাখেন মিম। তখনই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের নজরে আসেন তিনি।

;

এর সুবাদে ২০০৮ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন মিম।

;

২০০৯ সালে মিম অভিনয় করেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায়। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল।

;

মিম তার ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সেটা ২০০৯ সালের ‘জোনাকির আলো’ সিনেমার জন্য।

;

মিম অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘আমি নেতা হবো’, ‘পাষাণ’, ‘সুলতান: দ্য সেভিয়র’ ইত্যাদি।

;

কাজের ফাঁকে মিম বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। প্রতিদিনই তিনি নতুন নতুন ছবি শেয়ার করেন।

;

কমলা রঙের শাড়িতে মিম যেন মোহময়ী। ছবিগুলো তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

;