নুসরাত ইমরোজ তিশা

;

ছোট থেকেই সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত নুসরাত ইমরোজ তিশা। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি। 

;

‘সাত প্রহরের’ কাব্য নাটক দিয়ে ১৯৯৮ সালে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। 

;

২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিংএ পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন তিশা।

;

‘অ্যাঞ্জেল ফোর’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলেন তিশা। সঙ্গে ছিলেন কণা, রুমানা ও নাফিজা। 

;

‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ দিয়ে সিনেমায় অভিষেক তিশার।

;

দুটি মূল ধারার বাণিজ্যিকি সিনেমায় অভিনয় করেন তিশা। সিনেমাগুলোর নাম ‘অস্তিত্ব’ ও ‘রানা পাগলা : দ্য মেন্টাল’।

;

২০১৩ সালে রিপাবলিক অব কোরিয়ার শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিশা। 

;

২০১০ সালে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিশা। 

;

‘অস্তিত্ব’ ও ‘হালদা’ সিনেমার জন্য টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিশা।

;