আলমারিতে কাপড় গুছিয়ে রাখার উপায়

;

দাগ দূর করতে

আলমারির দাগ দূর করতে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। এতে সহজেই দাগ উঠে যাবে। ধুলোবালির কারণেও আলমারিতে দাগ পড়তে পারে।

;

উলের জামা-কাপড়

অনেক সময় উলের জামা-কাপড়ে পতঙ্গ থাকতে পারে। এমনটা হলে আলমারিতে বিভিন্ন সুগন্ধি রেখে দিতে পারেন। ফলে পতঙ্গ দূর হবে।

;

সুগন্ধি রাখুন

পোশাক ভালো রাখার জন্য ব্যবহার করতে পারেন লবঙ্গ, ল্যাভেন্ডার, রোজমেরি বা তেজপাতা। এগুলো ছোট কাপড়ের ব্যাগে করে পোশাকের মধ্যে রাখতে পারেন।

;

কাপড় সঠিকভাবে ভাঁজ

সব জামা-কাপড় সঠিকভাবে ভাঁজ করুন। এতে কাপড় সুন্দর থাকবে। তবে সব কাপড় ইস্ত্রি করার প্রয়োজন পড়ে না।

;

হ্যাঙ্গার

আলমারিতে কাপড় হ্যাঙ্গারের সাহায্যে ঝুলিয়ে রাখুন। এতে কাপড় সুন্দর থাকবে এবং কাঁধের আকৃতি বজায় থাকবে।

;

তাক নির্দিষ্ট করুন

নির্দিষ্ট তাকে কাপড় রাখুন। উপরের দিকের তাকে রাখুন উলের পোশাক বা সোয়েটার।

;

হাতের কাছে রাখুন

সহজেই খুঁজে পেতে প্রয়োজনীয় জামা-কাপড় হাতের কাছে রাখুন। এর ফলে আলমারি এলোমেলো হবে না।

;

এসেন্সিয়াল অয়েল

এসেন্সিয়াল অয়েল ব্যবহার করুন। এতে আলমারিতে রাখা জামা-কাপড়ের গন্ধ ভালো থাকবে।

;

পরিষ্কার কাপড়

অপরিষ্কার কোনো কাপড় আলমারিতে রাখবেন না। কাপড় ভালোভাবে ধুয়ে এবং শুকিয়ে নিন। এরপর আলমারিতে তুলে রাখুন।

;