এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন

;

হালকা আলো

ঘরে আলো কম থাকলে ঠান্ডা বেশি থাকে। তাই ঘরে খুব বেশি উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখবেন না। অল্প আলোতে কাজ করতে অসুবিধা হলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখতে পারেন।

;

গাছ লাগান

ঘর ঠান্ডা রাখার জন্য গাছ লাগাতে পারেন। ঘরের শোভা বৃদ্ধির পাশাপাশি সেসব গাছ তাপও শুষে নেবে।  অ্যালোভেরা, মানিপ্লান্ট, স্নেক প্লান্ট, অ্যারিকা পাম লাগাতে পারেন।

;

এগজস্ট ফ্যান

রান্নার কারণে ঘরের ভেতর গরম আরও বাড়তে পারে। তাই রান্নাঘরে এগজস্ট ফ্যান লাগান। রান্নার সময় এই ফ্যান চালু রাখলে গরম কমবে।

;

ঘর মুছুন

ঘর ধুলোমুক্ত রাখার পাশাপাশি ঠান্ডা রাখতে দিনে দুইবার পানি দিয়ে ঘর মোছার ব্যবস্থা করুন। এতে ঘর ঠান্ডা থাকবে।

;

বিছানা শীতল রাখুন

শীতল বিছানার জন্য শীতল পাটি ব্যবহার করতে পারেন। ঘুমের আগে বিছানায় শীতল পাটি বিছিয়ে নিন আর গরম লাগবে না। ঘুম হবে আরামদায়ক।

;

গাঢ় রঙের পর্দা

জানালায় গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন। এতে সূর্যের তাপ ঘরে ঢুকতে বাধা পাবে। ফলে ঘর ঠান্ডা থাকবে।

;

টেম্পরারি এসি

একটি পাত্রে বরফের টুকরো রেখে টেবিল ফ্যানের সামনে রাখুন। এতে ঘরের পরিবেশ ঠান্ডা হবে। গরম কম অনুভূত হবে।

;

জানালা খুলে দিন

দুপুরে জানালা বন্ধ রাখুন, বিকেলে খুলে দিন। ঘরে বাতাস চলাচল করলে ঘর ঠান্ডা থাকবে।

;