গুগল প্লে-স্টোর থেকে পার্লার অ্যাপ সরানো হয়েছে

;

অ্যাপলের অ্যাপস্টোর থেকে রোববার পার্লার অ্যাপ সরানো হয়

অ্যাপলের অ্যাপস্টোর থেকে পার্লার অ্যাপ সরানো হয় রোববার। একই দিন অ্যামাজন ওয়েবস্টোর অ্যাপটিকে ২৪ ঘণ্টার নোটিশ দেয় 

;

অ্যাপ সরানোর কারণে স্টিফেন হেয়ারের মন্তব্য

নীতিশাস্ত্র ও প্রযুক্তি বিষয়ক গবেষক স্টিফেন হেয়ার বিবিসিকে বলেন, ‘এটা কেবল অ্যামাজনই করেনি বরং গুগল ও অ্যাপলও এর সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটাল হিলে গত সপ্তাহে ট্রাম্পসমর্থকদের সহিংসতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টুইচসহ অন্য বড় বড় সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করা হয়েছে।’ 

;

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানককের মন্তব্য

সোশ্যাল মিডিয়া এখন বাকস্বাধীনতাকে দমন করছে।

;

আদালতে অভিযোগ

অ্যামাজন ওয়েব স্টোর থেকে পার্লার অ্যাপ সরানোর বিরুদ্ধে রোববার আদালতে অভিযোগ করেছে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ পার্লার। 

;