করোনায় কৃষিবিজ্ঞানী মোশারফ হোসেনের মৃত্যু
করোনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশারফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
সোমবার (১২ জুলাই) রাতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে বারির পক্ষ থেকে জানানো হয়। ড. মো. মোশারফ হোসেন মৃত্যুকালে সাতক্ষীরা জেলার বেনেরপাতা কৃষি গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ বাড়ি খুলনা জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শোকবার্তায় মন্ত্রী বলেন, ড. মো. মোশারফ হোসেন চাকরি জীবনে অত্যন্ত সক্রিয়ভাবে ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। করোনায়ও কৃষির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা অব্যাহত ছিল।
মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. মো. মোশারফ হোসেনের মৃত্যুতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামসহ প্রমুখ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
একে/ওএফ